Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ডেল্টাক্রন স্ট্রেনের সত্যতা কি? মিউটেশনে কারণে সৃষ্ট করোনা প্রজাতি নাকি ল্যাবরেটরির ভুল

কোভিড মহামারী কে মোকাবিলা করা ক্রমশই যেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কারন? একের পর এক নিত্য নতুন ভেরিয়েন্ট এর আবির্ভাব। এমনকি মনে করা হচ্ছিল টিকা নেওয়ার পর কিছুটা স্বস্তি মিলবে, ডেল্টা প্রজাতি কে রুখে দেওয়া যাবে। কিন্তু আবারও মিউটেশন ঘটিয়ে সামনে এসে গেছে ওমিক্রণ নামক করোনা প্রজাতি। যাকে টিকা দিয়েও রোখা যাচ্ছে না। ডেল্টার পর ওমিক্রন ভেরিয়েন্ট সবাইকে ভয় দেখাচ্ছে। কিন্তু ডেল্টার থেকে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওমিক্রণ এর মারন ক্ষমতা অনেকটাই কম। কিন্তু এখন কিছু জায়গায় কথা বলা হচ্ছে যে ডেল্টা এবং ওমিক্রনের একটি মিশ্র রূপ যা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সামনে এসেছে।নতুন ওই স্ট্রেনে ডেল্টা ও ওমিক্রন উভয় ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্যই বর্তমান। এই ঘিরে চিন্তার মাঝে কিছুটা স্বস্তি কেননা আন্তর্জাতিক প্রিন্টিং মিডিয়া মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা বলছেন যে ওমিক্রন এবং ডেল্টার সমন্বয়ে ‘ডেল্টাক্রন’ কোভিড ভেরিয়েন্ট এর কথা বলছেন সেটি আসল কোনো কোভিড ভেরিয়েন্ট নয়।

এই সপ্তাহের শেষের দিকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে সাইপ্রাসের একটি ল্যাবে ডেল্টাক্রোন নামক একটি নতুন কোভিড স্ট্রেন এর খোঁজ মিলেছে। তবে বিশেষজ্ঞরা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন বলেন, এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিজ্ঞানী বলেছেন যে ডেল্টাক্রনকে বাস্তব বলে মনে করা যায় না। ইম্পেরিয়াল কলেজের ভাইরোলজিস্ট ডঃ টম পিকক এই সমস্ত বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন যারা বলছেন যে এতে কিছু ভুল থাকতে পারে। কারণ এই ডেল্টাক্রোন ভ্যারিয়েন্ট কোনো করোনা ভাইরাসের মিউটেশন জনিত ভ্যারিয়েন্টের মানদণ্ড পূরণ করে না।

WHO-এর কোভিড বিশেষজ্ঞ ডাঃ কৃতিকা কুপ্পাল্লি টুইটারে লিখেছেন এই বিষয়ে যে, “ডেল্টাক্রোন আসল নয় এবং এটা হতে পারে যে ল্যাবে এমন নতুন প্রজাতি উদ্ভাবনের রিপোর্ট এসেছিল ডেল্টা নমুনায় ওমিক্রনের উপস্থিতির কারণে।” প্রসঙ্গত এই ডেল্টাক্রণ বিষয়টি জানা গিয়েছিল যখন সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈবিক বিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কোস্ট্রিয়াকিস বলেছিলেন যে তার টিম এমন ২৫ টি কোভিড নমুনার সন্ধান পেয়েছে যা ডেল্টা এবং ওমিক্রন দুই প্রজাতির সংমিশ্রণ। এর কারনেই মনে করা হয়েছিল যে হয়তো কোন নতুন করোনা প্রজাতি ঘাতক রূপ নিয়ে হাজির হয়েছে যা ডেল্টা এবং ওমিক্রণের কারণে নতুন করে মিউটেশন এর ফলে সৃষ্ট।

কিন্তু তারপরে নানা গবেষণায় যে ধারণা সামনে এসেছে তাতে মনে করা হচ্ছে যে এই ডেল্টাক্রোন আসলে কোনও নতুন প্রজাতি নয়। ডেল্টা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির মধ্যে ওমিক্রণ ভাইরাসও দানা বাঁধতে এটা হয়েছে। হয়ত এটা কোনো ব্যাক্তির মধ্যে ডেল্টা এবং ওমিক্রনের যুগ্ম সংক্রমণ। কিন্তু এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। অন্যদিকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ টম পিকক বলেছেন, ওমিক্রনের পরেই এত তাড়াতাড়ি আরও একটি ভ্যারিয়েন্টের আসার কথা নয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বঘুমা কবিসেন টুইটারে #deltacronstory এই হাশটাগ ব্যাবহার করে লিখেছেন, গত 24 ঘন্টায় আমাকে অনেকবার ডেল্টাক্রণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এটি কি সেটার ব্যাখ্যা খুব সাবধানতার সাথে করা উচিত। এটির সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার আগে আমাদের দরকার যা তা হল প্রত্যেকের ভ্যাকসিন সুনিশ্চিত করা।”

Related posts

৯৬ বছর বয়সে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ! স্কটল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

News Desk

বিদ্যুতের ‘শকেই’ সারছে লিঙ্গ শিথিলতা! চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

News Desk

হস্তমৈথুন করতে গিয়ে যা কান্ড ঘটিয়ে বসল যুবক! তড়িঘড়ি ভর্তি করতে হলো হাসপাতালে

News Desk