Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রসচিবের হলফনামা চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্টের

রাজ্যে নির্বাচনের পর থেকে চলা হিংসা নিয়ে স্বরাষ্ট্রসচিবের হলফনামা তলব করল হাইকোর্ট। কোথায় কী ঘটনা ঘটছে, আর তা নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার তা জানতে চায় কলকাতা আদালত। সোমবারের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে।

নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রসচিবের হলফনামা চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্টের

বিশেষত রাজ্যের কোথায় হিংসাত্মক ঘটনা ঘটেছে, কতজনের প্রাণ হারিয়েছে, রাজ্য সরকারই এই সমস্ত হিংসার বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। সোমবারের ভেতরে এই হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য কে। স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট কে হলফনামা রূপে হাইকোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চে পেশ করতে হবে।

ভোটে পরবর্তী সময়ে ২টি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এর মধ্যে একটি মামলা বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল করেছিলেন। অপর দিকে অনিন্দ্যসুন্দর দাস আরেকটি মামলা দায়ের করেন। নির্বাচনের ফল প্রকাশের পর নানা জায়গায় হিংসা নিয়ে তাঁরা তাঁদের বক্তব্য রাখেন। কোথায় কী হিংসা হচ্ছে আইনজীবীরা তা তুলে ধরেন।

এরপরই শুক্রবার দুপুর ২টোর সময়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সাংবিধানিক একটি বেঞ্চ গড়ার আদেশ দেন। প্রধান বিচারপতি ছাড়াও আরও ৪ জন বিচারপতির এই বেঞ্চটি আসছে সোমবার দুপুর নাগাদ মামলাটি শুনবেন। এই ধরনের আদালতের নির্দেশ নজিরবিহীন। সিঙ্গল বেঞ্চ থেকে কোনো মামলা ডিভিশন বেঞ্চে যেতে পারে। মূলত দেখা যায় ডিভিশন বেঞ্চই যে কোনও মামলার রায় দেয়। কিন্তু নির্বাচনের ফল আসার পর হিংসা এতটাই অধিক হয়েছে যে, সাংবিধানিক বেঞ্চের প্রয়োজন হল বলে মনে করছেন বহু বিচারপতিরা।

Related posts

বেলঘরিয়ার পর এবারে হাওড়ায় উদ্ধার প্রচুর নগদ টাকা! টাকা গুনতে আনতে হলো মেশিন

News Desk

২৯ কোটি টাকা, ৫ কেজি সোনা… গুনতে লাগলো ১০ ঘণ্টা! অর্পিতার ফ্ল্যাটে বাথরুমে লুকানো গুপ্তধন

News Desk

বিশাল টাকা ধার নিয়েছেন তৃণমূল পার্থী সায়নী ঘোষ, জেনে নিন তার সম্পত্তির পরিমান?

News Desk