Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সিনেমার প্রয়োজনে ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন এইসব নায়করা! তালিকায় আছেন শাহরুখ খানও

নগ্ন দৃশ্য মানেই মহিলারা এগিয়ে, এই ধারণা এখন অতীত। মহিলাদের মতোই পুরুষরাও ক্যামেরার সামনে চরিত্রের জন্য নগ্ন হয়েছেন, আর তাতে তারা সাবলীল। সেক্সি শুধু মহিলারাই হবেন, তেমনটা নয়, অর্ধনগ্ন থেকে পুরো নগ্ন। চরিত্রের জন্য সব কিছু সম্ভব। চরিত্রকে ফুটিয়ে তুলতে সাহসী পদক্ষেপ নিতে পিছপা হননি বেশ কিছু তারকারা। পোশাক বলতে গায়ে কিছুই নেই।  চরিত্রের জন্যই সম্পূর্ণ নগ্ন হয়েই ক্যামেরার সামনে সাবলীল ভাবে  পোজ দিয়েছেন এই অভিনেতারা।  এমন বহু বলি হার্টথ্রব রয়েছেন, যারা অভিনয়ের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে অনস্ক্রিনে বাজিমাত করেছেন, শাহরুখ খান থেকে রণবীর সিং,তালিকাটা বেশ দীর্ঘ, দেখে নিন একনজরে।

রণবীর সিং

আমির খান

রণবীর কাপুর

শাহরুখ খান

নীল নিতিন মুকেশ

রাজকুমার রাও

জন আব্রাহাম

Related posts

বিশ্বের এই সব জেলে ‘নর পিচাশ’রা বাস করে, অন্য বন্দীদের মৃতদেহ পর্যন্ত খেয়ে ফেলে!

News Desk

ভারত-পাক ম্যাচের পর আপত্তিজনক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস! কর্নাটকে ৩ যুবকের বিরুদ্ধে মামলা

News Desk

একলাফে বাড়ল অ্যাক্টিভ কেস, ফের ঊর্ধ্বগামী দেশের কোভিড গ্রাফ

News Desk