Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

একলাফে বাড়ল অ্যাক্টিভ কেস, ফের ঊর্ধ্বগামী দেশের কোভিড গ্রাফ

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা (Covid-19) সংক্রমিত হওয়ার সংখ্যা আবারও ৪০ হাজারের উপর। আরও একবার সংক্রমণের থেকে কম দৈনিক সুস্থতার সংখ্যা। এই নিয়ে লাগাতার বেশ কিছুদিন ধরে ক্রমাগতই বাড়লো দেশের করোনা অ্যাক্টিভ কেসের গ্রাফ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন। এর আগের দিন শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। শুক্রবার দেশে ৪৫ হাজার ৩৫২ জন করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৭ হাজার ৯২ জন। বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিল ৪১ হাজার ৯৬৫ জন। এর আগের দিন মঙ্গলবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষের অধিক।

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এইদিন করোনায় মৃত্যুর সংখ্যা ৩০৮। এর আগের দিন শনিবার দেশে মারা গিয়েছিলেন ৩৩০ জন। শুক্রবার মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৬৬ জন। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০৯ জন। এর আগের দিন বুধবার দেশে মারা গিয়েছিলেন ৪৬০ জন। মঙ্গলবার মারা গেছেন ৩৫০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৫৩৩ জন।

পাশাপাশি সুস্থও হচ্ছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন দেশে ৩৬ হাজার ৩৮৫ জন। এখনও পর্যন্ত করোনা কে প্রতিহত করে সুস্থ হয়েছেন দেশে ৩ কোটি ২১ লক্ষের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৪২%।

অবশ্য লাগাতার কয়েকদিন ধরে ক্রমশঃই ঊর্ধ্বমুখী দেশের করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৬৮১ জন। ইতিমধ্যেই ভারতে করোনা টিকার ডোজ পেয়েছেন ৬৮ কোটি ৪৬ লক্ষ মানুষ।

Related posts

মর্মান্তিক! হাসিমুখেই পৌঁছেছিলেন শ্বশুরবাড়ি, বিয়ের ১০ ঘণ্টা পার হতে না হতেই মৃত্যু বধূর!

News Desk

টিকটিকির সমস্যায় নাজেহাল! এই সহজ উপায়ে টিকটিকির উপদ্রব থেকে মিলবে মুক্তি !

News Desk

শুভ দীপান্বিতা! জানুন এবারের কালীপুজোর নির্ঘণ্ট ও শুভ যোগ! ৪টি গ্রহ অধিষ্ঠান করবে এক রাশিতে

News Desk