Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কার্তিক সংক্রান্তিতে সন্ধ্যাবেলা তুলসী তলায় ১ টাকার কয়েন দিয়ে করুন এই কাজটি! সৌভাগ্য ফিরবেই

আজ কার্তিক সংক্রান্তি। কার্তিক মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভীষণ পবিত্র একটি মাস কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পুজো হয় এটা সকলের জানা। এই বছর অর্থাৎ ২০২১ সালে এই পুজো পড়েছে দুদিন। অর্থাৎ সংক্রান্তি তিথি ইংরেজি ক্যালেন্ডার ১৬ই নভেম্বরের দিন শুরু হয়ে ১৭ই নভেম্বর ছাড়ছে। তবে যে বছরেরই কার্তিক সংক্রান্তি হোক না কেন জ্যোতিষ অনুযায়ী এই দিনে তুলসী তলায় একটি বিশেষ টোটকা ফিরিয়ে আনতে পারে সৌভাগ্য, জীবনে আনতে পারে অর্থের জোয়ার। তাই আপনিও যদি বিশ্বাসী হন জ্যোতিষ শাস্ত্রের টোটকায় তাহলে অবশ্যই করতে পারেন এই কাজটি। জ্যোতিষ শাস্ত্রের টোটকা কে অনেকে বিশ্বাস করেন না। কিন্তু সকলেই জানেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই ঈশ্বর কে স্মরণ করে পালন করে দেখুন এই জ্যোতিষ টোটকা টি।

তুলসী গাছ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ সকল গৃহস্থের বাড়িতে রাখা আবশ্যক। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো প্রায় সব হিন্দু গৃহস্থের নিত্যকর্মের মধ্যে পড়ে। এই গাছটির ওষধি গুণও অসাধারণ। বলা হয় তুলসী গাছে স্বয়ং লক্ষ্মীর নিবাস। আবার প্রাচীন কোনো কোনো পৌরাণিক গ্রন্থে বলা হয়, কৃষ্ণ নিজেই তাকে তুলসী আকারে গ্রহণ করেছেন। তাই এই গাছের গুরুত্ব কতখানি সেটা সকলের জানা।

জ্যোতিষ এর একটি টোটকা বলে কার্তিক মাসের সংক্রান্তির দিন যদি এই জিনিসটি যদি কেউ তুলসী গাছের গোড়ায় রাখেন তাহলে দুর হবে অর্থাভাব। দুর্ভাগ্য সৌভাগ্য এ পরিবর্তন হবে অচিরেই।

জেনে নিন এই টোটকা টি পালন করতে কি কি জিনিস প্রয়োজন।

দুটি মাটির প্রদীপ। অন্য কোনো ধাতব প্রদীপ নয় বাজার থেকে কিনে আনুন দুটি মাটির প্রদীপ।

এর সাথে নিন একটি কাঁচা এক টাকার কয়েন বা একটি পাঁচ টাকার কয়েন। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে রুপোর টাকা ব্যাবহার করতে পারেন। কিন্তু নাহলে এমনি টাকার কয়েন ব্যাবহার করে এই টোটকাটি করুন। সমান সুফল মিলবে।

ব্যাবহারের আগে নিজে স্নান করে শুদ্ধ বসন পরে মাটির প্রদীপ আর এক টাকার কয়েনে গঙ্গাজল ছিটিয়ে নেবেন।

এর পর কার্তিক সংক্রান্তিতে সন্ধ্যা বেলায় গৃহের মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে বসে টাকাটি মা লক্ষ্মীর পায়ে সমর্পণ করুন। আর প্রদীপটি সলতে আর ঘি দিয়ে জ্বালান। আর তারপর মা লক্ষ্মীর আরতি করুন। পুজো সমাপ্ত হলে কয়েন টি পুজো করুন চাল আর কুমকুম দিয়ে। এরপর কয়েন টি আর দুটির মধ্যে একটি প্রদীপ নিয়ে তুলসী তলায় যান।

এরপর তুলসীর কাছে নিজের সমস্যা, অর্থ কষ্টের সকল কথা জানিয়ে প্রদীপটি তুলসী তলায় রাখবেন। আর কয়েনটি তুলসী গাছের গোড়ায় পুঁতে দেবেন। এই ক্রিয়া চলাকালীন সংসারের অন্য কোনো বিষয়ে কথা বলবেন না। মন দিয়ে মা লক্ষী আর তুলসী কে স্মরণ করবেন।

এই কাজটি করলে অবশ্যই দূর হবে আপনার সমস্যা। তাহলে দেরি না করে আজই করে ফেলুন কাজটি।

Related posts

প্রেমিকার সাথে দেখা করতে বিপাকে বিবাহিত যুবক! চোখ খুলল হাসপাতালের বেডে, কি কারণ?

News Desk

মেয়ের বিয়েতে শাড়ি বা গয়না নয়, উপহারে দেওয়া হয় ২১ টি বিষাক্ত সাপ

News Desk

সাপের মত পোশাক পড়ায় স্ত্রীর পা-কে সাপ ভেবে ভুল স্বামীর, ফল হল মারাত্বক

News Desk