Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোভিড এর সেকেন্ড ওয়েভ-এ বেসামাল শিক্ষা প্রতিষ্ঠান গুলি, নেট স্থগিত রাখল ইউ জি সি

দেশে হু হু করে বাড়ছে করোনা। এমন পরিস্থিতি তে পূর্ব নির্ধারিত সূচি বাতিল করে ইউজিসি-র নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। মে মাস থেকে থেকে ইউজিসি-র নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) হওয়ার কথা ছিল।

কিন্তু এর মধ্যে ফের আছড়ে পরে করোনা। কোভিডের দ্বিতীয় ঢেউ তে সারা দেশে সংক্রমন এর গ্রাফ উর্ধমুখী। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা ছাড়া আর উপায় নেই । কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়ে দেয় , পরীক্ষা স্থগিত থাকছে। প্রসঙ্গত, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (ইউ জি সি) হয়ে নেট এক্সাম নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

নেট পরীক্ষার মাধ্যমে ভারত বর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়। এছাড়া প্রতি বছর কারা জুনিয়ার রিসার্চ ফেলোশিপ পাবেন, তাও নেট পরীক্ষার মাধ্যমে স্থির করা হয়। এবছর নেট হওয়ার কথা ছিল মে মাস এ। সেই মতো পরীক্ষার অ্যাডমিট কার্ডও দেওয়া শুরু হয়েছিল। ugcnet.nta.nic.in এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড ও করাও যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক অতিমারী পরিস্থিতি ফের ফিরে আসায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, “পরীক্ষার্থী ও পরীক্ষা কর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করে ইউজিসি নেট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

করোনা ভাইরাস-এ সক্রিয় রোগী বেড়েই চলেছে এই দেশে। যা রীতিমতো চিন্তার বিষয় বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ দেশে কোভিড পজিটিভিটি রেট তথ্য সংক্রমে হার বাড়ছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গে সংক্রমণের হার যথেষ্টই বেশি। রোগ ছড়িয়ে পড়ছে খুব তাড়াতাড়ি। সূত্র থেকে জানা গেছে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ইউজিসি-নেট ২০২১ পরীক্ষা।

ন্যাশনাল টেস্ট এজেন্সির -র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এর পর ফের পরীক্ষা কবে হবে, তা পরীক্ষার ১৫ দিন আগে ঘোষণা করে দেবে। ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই দেশের একাধিক পরীক্ষা এবার বাতিল করা হয়েছে ।

Related posts

স্বামী পর্নোগ্রাফির সাথে যুক্ত, রিয়ালিটি শো এর মঞ্চ থেকে বাদ পড়ছেন শিল্পা, বাড়িও ছেড়ে দিয়েছেন

News Desk

১৪ বছরের মেয়েকে রান্না বান্না শেখাতে আগ্রহী বাবা! কারণ শুনে নেটিজনদের রোষের মুখে পিতা

News Desk

অ্যাডাল্ট মডেলের পোস্টে এসে সাহায্য পার্থনা করলেন মহিলা! মডেলের উত্তর শুনে অবাক নেটিজনরা

News Desk