Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

পরিবেশ বাঁচাতে রাষ্ট্রসংঘের নতুন গানে বলিউডের রমরমা, কে কে থাকছেন

আগামী ৫ জুন সারা পৃথিবী জুড়ে পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস। আর বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ বার্তা দিতে একটি গানের ভিডিও প্রকাশ করতে চলেছে রাষ্ট্রসংঘ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক।

পরিবেশ বাঁচাতে রাষ্ট্রসংঘের নতুন গানে বলিউডের রমরমা, কে কে থাকছেন

জানা যাচ্ছে এই মিউজিক ভিডিওটি তে ভূমি পেডনেকর, রাজকুমার রাও, অক্ষয় কুমার, শিল্পা শেট্টি, সোনু সুদ, অর্জুন কাপুর, তাপসী পান্নু ইত্যাদি তারকারা একটি বিশেষ বার্তা দিতে চলেছেন। মিউজিক ভিডিওটির নাম রাখা হয়েছে ‘ধরতি কা দিল’। পরিবেশবিদ আসিফ ভামলা, ভামলা ফাউন্ডেশনের কর্ণধার এই বিষয়ে কিছু আলোকপাত করেছেন। তিনি জানিয়েছেন এটি একটি বিশেষ মিউজিক ভিডিয়ো। বিশ্ব পরিবেশ দিবসে বার্তা দেওয়ার জন্য একসঙ্গে এগিয়ে এসেছেন একাধিক বলিউডের সেলেব্রিটি। রাষ্ট্রসংঘ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের উদ্যোগে তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিয়ো। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে ‘ধরতি কা দিল’ এই ভিডিওয়োটিতে থাকবে গান এবং সেলিব্রিটিদের বার্তা।

আসিফ ভামলা জানিয়েছেন, “যেহেতু এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের বিষয়বস্তু ইকোসিস্টেমের পুনরুদ্ধার (Ecosystem restoration)। তাই আমাদের আগের জেনারেশন আমাদের জন্য যেভাবে পৃথিবীকে বাঁচিয়ে রেখেছিলেন সেই মূলমন্ত্র ঘিরেই আমাদের মিউজিক ভিডিয়ো।”

এই গানটি তে সুর দিয়েছেন বঙ্গ সন্তান শান, এবং লিখেছেন সাওয়ান্ড কিরকিরে। গানটি তে গলা দিতে দেখা যাবে আদনান সামী, পালক মুঞ্চল, শঙ্কর মহাদেবন ইত্যাদি অনেক গায়ক।

আগামী ৩১ মে মুক্তি পেতে চলেছে এই মিউজিক ভিডিওটির টিজার। ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবসের আগেই প্রকাশিত হয়ে যাবে এই গান “ধরতি কা দিল”।

Related posts

‘বিরাটকে পাগলের মতো ভালোবাসতাম’ ফাঁস করলেন হৃতিক রোশনের নায়িকা!

News Desk

বিয়ের এক মাস পূর্তি উদযাপন, ভিকির সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন ক‍্যাটরিনা

News Desk

কেন বিয়ে করছেন না সালমান খান? বহু চর্চিত এই প্রশ্নের উত্তর দিলেন তার ভগ্নিপতী আয়ুষ

News Desk