Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

উদ্বেগের মধ্যেই সস্তির খবর, দেশের করোনা দ্বিতীয় ঢেউ কি এবার কমছে

উদ্বেগের মধ্যেই সস্তির খবর। সংক্রমনের হারে কমের দিকে ভারতে। তাহলে কি করোনার দ্বিতীয় ঢেউ সামলে নিতে পেরেছে ভারত?

দৈনিক সংক্রমনের হারে এমনটাই ইঙ্গিত মিলছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে বিভিন্ন রাজ্য লকডাউন অথবা কড়া সামাজিক দূরত্ববিধির পথে হেঁটেছে। মাস্ক ব্যবহার, সমাজিক জমায়েত এড়িয়ে চলা ইত্যাদি নিয়ে কড়াকড়ি চলছে। আর তারই ফলে কমছে সংক্রমনের হার। কারণ শনিবার একলাফে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। যদিও সস্তির মধ্যে চিন্তায় রাখছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

দেশে আবারও কিছুটা বাড়লো করোনা সংক্রমণ, মৃত্যু চার হাজারের নিচে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন।
করোনা ভাইরাসের কারণে (Coronavirus) মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৭৭ লক্ষ মানুষ। মহারাষ্ট্র ও দিল্লি যেখানে সংক্রমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো সেখানে অনেকটাই নিয়ন্ত্রণে দৈনিক সংক্রমণ। তবে দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যথেষ্ট। যা নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে। একদিনে এই করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩,৬১৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার কারণে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২২ হাজার ৫১২ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতে গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ৮৪ হাজার ৬০১ জন। এখনও পর্যন্ত ভারতে ২ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ১১ জন করোনা কে জয় করেছেন।

পাশাপাশি ভারতে জোর কদমে চলছে টিকা করণ। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন টিকা পেয়েছেন ২০ কোটি ৮৯ লক্ষেরও বেশি মানুষ। দেশজুড়ে চলছে ভ্যাকসিনের উৎপাদন। দ্রুত টিকার ঘাটতি মেটানোর চেষ্টাও চলছে জোর কদমে। বেড়েছে টেস্টিংও। গত ২৪ ঘন্টায় ২০ লক্ষ ৮০ হাজার ৪৮টি স্যাম্পল টেস্টেড হয়েছে।

Related posts

ঘরে বসে বেতনে আপত্তি স্কুল শিক্ষিকার, সেই টাকায় করোনা যুদ্ধে দান করলেন অ্যাম্বুলেন্স

News Desk

কিভাবে সৃষ্টি হল হিজড়া বা কিন্নরদের! উল্লেখ রয়েছে পুরাণে! জানতেন এই অবাক করা সত্য?

News Desk

আমাদের আলাদা করবেন না’, প্রিয় বান্ধবীর বিয়ে ঠিক হতেই দুই কিশোরী বেছে নিলো চরম পথ

News Desk