Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সহযাত্রীদের সামনেই ঘটিয়ে বসলেন লজ্জাজনক কাজ! যুবতীর কীর্তি ভাইরাল নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়াতে কোন কিছু ভাইরাল হতে বেশি সময় নেয় না। সোশ্যাল মিডিয়া এমনই এক প্ল্যাটফর্ম যেখানে ভাইরাল কোন ভিডিও বা ছবির কারণে বিখ্যাত হতে বেশি সময় লাগে না। সচরাচর এমন কোন কিছু দেখা যায় না ওই ভাইরাস ভিডিওতে দেখা যায়। কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই এক যুবতী প্লেনের মধ্যে যে কান্ড ঘটিয়েছেন তা নিন্দনীয়। প্লেনের মধ্যে সবার সামনে এমন কাজ করাটা কেউ দুঃস্বপ্নেও ভাবতে পারবেনা । কিন্তু, ওই যুবতী প্লেনের মধ্যে অন্যান্য যাত্রীদের সামনেই সেই লজ্জাজনক কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতে শোরগল পড়ে গেছে এই কাণ্ডের জন্য।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই ভিডিও ভাইরাল হয়েছে টুইটার এ। টুইটারে শেয়ার করা হয়েছে @In_jedi নামের একটি প্রোফাইল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো। দেখে নিন ভিডিওটি।

সেখানেই দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ওই যুবতীকে। সম্পূর্ণ ঘটনাটি প্লেনের মধ্যেই অন্য একজন যাত্রী ভিডিও করেছেন। যুবতীর মুখ দেখা যাচ্ছে না ভাইরাল সেই ভিডিয়োতে। কিন্তু, তিনি যে নিন্দাজনক কাজ করেছেন মাঝ আকাশে প্লেনের মধ্যে, তার ক্যামেরায় পুরোটাই ধরা পড়েছে। এরপরই তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা বেশি সময় লাগেনি ভাইরাল হতে। ওই যুবতীর কাণ্ড দেখে নেটিজেনরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কারন বয়স্ক থেকে শুরু করে শিশু প্রায় সকলেই সেই প্লেনে উপস্থিত ছিলেন। এর ফলে ওই যুবতীর সবকিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল এমন একটি কাজ করার আগে।

সোশ্যাল মিডিয়া টুইটার এ ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গেছে যে, প্লেনের মধ্যে ওই যুবতী একটা লাফ দিয়ে প্লেনের সিটে বসা অন্য একজনের উপরে উঠে যান। তিনি তাঁর কোলে দাঁড়িয়ে পড়েন ওই ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই। এরপর আরও চমকে দেওয়া ঘটনা ঘটে। সেভাবেই টপকাতে থাকেন ওই যুবতী প্লেনের সিট। ওই ব্যক্তির পাশে একজন শিশু বসে ছিল। সেভাবেই ওই যুবতী তাকে টপকে যান। ওই যুবতী প্লেনের জানলার পাশের সিটে, সবার কোলে পা দিয়ে গিয়ে বসেন। এভাবেই তিনি নিজের সিট্ অবধি যাতায়াত করেছেন সম্পূর্ন প্লেনে।

Related posts

বন্ধ্যাত্বকরণ করিয়ে নিচ্ছেন এখানকার বেশিরভাগ পুরুষ! কেন জানলে চমকে উঠবেন

News Desk

‘গলার স্বর শুনেই’ বোঝা যাবে ওমিক্রন আক্রান্ত কি না! কীভাবে? জানাচ্ছে গবেষণা

News Desk

জিন নয় এই কারণটিই আপনাকে করে তুলতে পারে আরো আকর্ষণীয়! বাড়ায় যৌনতার মাত্রা

News Desk