মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। কিন্তু এই পরিচ্ছন্ন থাকার বিষয়টা এক এক জনের কাছে এক এক রকম। অনেক সময় এমন হয়েছে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্কুল, কলেজ বা অফিসেও অপমানের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু প্রেমিকের সাথে পরিচ্ছন্নতার কারণে সম্পর্ক ভাঙতে চলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মহিলা এমনটাই জানিয়েছেন। কয়েকদিন আগেই তাঁর প্রেমিক এই ব্যাপারটি জানতে পারে । আর সে সব জানার পর এও বলেছেন যে তিনি যদি রোজ স্নান না করেন তাহলে তাঁর সাথে থাকবেন না।
নিজের পরিচয় গোপন রেখে ওই মহিলা জানিয়েছেন, একবার নিজের প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সেদিন ফিরে আসার পর প্রেমিক জানিয়েছেন যে তিনি বাড়ির চাদর বদলে ছিলেন। তাই সেদিন পোশাক বদলেই উঠতে হয়েছিল সেই বিছানায়। আর সে সময়ই ওই মহিলা জানান যে তিনি মাসে একবার স্নান করেন। তাঁর প্রেমিক এর পরই জানান যে , তাঁকে স্নান করতে হবে যদি সে একসাথে শুতে চায়।
গোটা বিষয়টি নিয়ে দু রকম মতামত পোষণ করছেন নেটিজেনরা। অনেকেই জানাচ্ছেন যে এভাবে প্রেমিকার উপরে জোর করে কোনও কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। আবার কিছু মানুষ বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানুষের অধিকার। তাঁর প্রেমিক ঠিকই করেছেন। এক সমীক্ষা অনুযায়ী, পরিচ্ছন্নতাকে কেন্দ্র করে অনেক সময়ই সম্পর্ক বিচ্ছেদ হওয়ার উদাহরণ আছে। একটি ২০১৮ সালের সমীক্ষা বলছে, অনেক ক্ষেত্রেই পরিছন্নতার অভাব পারস্পরিক অপছন্দের কারণ হতে পারে। সমীক্ষাটি বলছে, প্রায় ৭১ শতাংশ মানুষ সঙ্গী অপরিচ্ছন্ন হলে হারিয়ে ফেলেন মিলনের আগ্রহ।