Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পুরো গ্রামের সামনে শ্বশুরের মাথায় লাঠির বারি মারলো বউমা! মর্মান্তিক পরিণতি বৃদ্ধের

উত্তরপ্রদেশের বেরেলি থেকে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। এক দম্পতির মধ্যে ঝগড়া হয়। এরপর বিবাদ মেটাতে গ্রামে পঞ্চায়েত ডাকা হয়। বিষয়টি পঞ্চায়েতে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুত্রবধূ তার শ্বশুরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে ঘটনা খতিয়ে দেখে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।

বরেলির মীরগঞ্জ থানার পশ্চিম গৌটিয়া গ্রামে বসবাসকারী মূলচাঁদের ছেলে কুনওয়ার সেনের সঙ্গে তার স্ত্রী পুলা দেবীর সাংসারিক কোনো কারণে বিরোধ চলছিল। বিবাদ মেটানোর জন্য ফুলা দেবী পরিবারের সদস্যদের ডেকে নেন। এর পরেই গ্রামে বসল পঞ্চায়েত।

পঞ্চায়েতে কথোপকথনের সময় শুরু হয় মারামারি:

বলা হচ্ছে, ওই নারী তার মায়ের বাড়ি থেকে তার মা ও ভাইকে সমস্যা মেটাতে ডেকেছিলেন। পঞ্চায়েতে যখন কথাবার্তা চলছিল, ঠিক সেই সময়েই বিবাদ বাঁধে। তারপর হাতাহাতি শুরু হয়। শ্বশুরবাড়ির লোকজন লড়াই থামাতে এলে মহিলা লাঠি দিয়ে তাদের মাথায় আঘাত করেন। এর কারণে প্রবীণ শ্বশুর গুরুতর আহত হয় এবং তিনি মারা যান। তা দেখে অভিযুক্ত মহিলা তার মাতৃ গৃহের লোকজন নিয়ে পালিয়ে যায়। নিহতের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার ষড়যন্ত্র আগেই করা হয়েছিল। সেই কারণেই এই পঞ্চায়েত নাটক করা হয়েছে।

মামলা নথিভুক্ত:

এ বিষয়ে এসপি ক্রাইম মুকেশ সিং বলেন, মীরগঞ্জ থানা এলাকায় এক দম্পতির মধ্যে বিরোধ চলছিল। মহিলাটি তার মা ও ভাইকেও ডাকে। এর পর বিবাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় নারীর শ্বশুরের মাথায় লাঠির আঘাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পুত্রবধূ ফুলাদেবী ও তার মামা গিয়ানিকে গ্রেফতার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related posts

অদ্ভুত! মাত্র পাঁচ দিনের ব্যবধানে দু’দুবার গর্ভবতী হয়ে পড়লেন মহিলা! কিভাবে সম্ভব এমনটা?

News Desk

ঘরের ভেতরে ১৫ ফুট লম্বা অজগর বসে, দেখে বাড়ির লোকেদের হাত পা ঠাণ্ডা! তারপর…

News Desk

সেক্সে আগ্রহ কমেছে? এই খাবারগুলি বাড়াতে পারে যৌন আকাঙ্খা, জেনে নিন

News Desk