Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দ্বিতীয় বিয়ে করার হুমকি! প্রতিশোধ নিতে গভীর ঘুমের মধ্যে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

পর নারীর প্রতি মন দিয়েছেন স্বামী! স্বামীকে সন্দেহ করতেও শুরু করেছিলেন। আর এই সন্দেহ করার কারণেই বড়সর বিপদ ঘটালেন স্ত্রী। অভিযোগ, রাতে যখন ঘুমিয়েছিলেন, স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন আর সেই সুযোগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে ফেলে স্ত্রী। বাংলাদেশের পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। এই তথ্য এই সময় ডিজিটাল এর এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ওই মহিলাকে এর মধ্যেই গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি প্রায় ১৫ দিন যাবৎ নিজের স্ত্রীকে ওই ব্যক্তি দ্বিতীয় বিয়ে করার জন্য হুমকি দিচ্ছিলেন। প্রায় প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো। তারপর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা।

Up teacher arrested for smashing students face with cake

কিন্তু, গতকাল ঠিক সন্ধ্যার দিকে হঠাৎ করেই ওই মহিলা তার স্বামীকে নিজের সাথে থাকার জন্য অনুরোধ করে। সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল আর সেই তিক্ততা কমাতেই রাজিও হয়ে যান তিনি স্ত্রীয়ের সাথে থাকার জন্য। কিন্তু, তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে চলেছে তা ঘুনাক্ষরেও টের পাননি তিনি। অভিযোগ, রাতে যখন ঘুমিয়েছিলেন, স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন আর সেই সুযোগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে ফেলে স্ত্রী। সাথে সাথেই যন্ত্রণার কারণে বীভৎস চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি। আর এই চিৎকারের কারণেই ছুটে আসেন আসে পাশের বাসিন্দারা। ওই ব্যক্তিকে কাছের হাসপাতালে নিয়ে যান তারা।

সূত্রের খবর, ওই ব্যক্তি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনা প্রসঙ্গে পাটকেলঘাটা থানার ওসি বাবলু রহমান খান জানান, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই আহত ব্যক্তির বাবা। তদন্ত শুরু করেছে পুলিশ সেই অভিযোগের উপর ভিত্তি করেই। গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্ত মহিলাকে। সে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন পুলিশের জেরায় এমনটাই পুলিশ জানিয়েছে।

এটাই যদিও প্রথম ঘটনা নয়। দ্বিতীয় বিয়ে সম্পর্কিত অশান্তির কারণে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ আগেও হয়েছিল।
সেই ঘটনাকে কেন্দ্র করে প্রচন্ড চাঞ্চল্য ছড়িয়েছিল বাংলাদেশে।

Related posts

করোনা টিকার সার্টিফিকেট না দেখালে মিলবে না বেতন। সরকারি কর্মচারীদের জন্য নিয়ম জারি করল এই রাজ্য

News Desk

প্রচুর লোকসান ব্যবসায়ে! বাড়ী থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখলো ভয়াবহ দৃশ্য

News Desk

এমনও হোটেল দুনিয়াতে আছে? এই হোটেলগুলোর অদ্ভুত বৈশিষ্ট্য শুনলে অবাক হবেন

News Desk