Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

একজন গার্লফ্রেন্ড যথেষ্ট নয়, একই সময়ে পাঁচ মহিলার সাথে ডেট করছিল যুবক! তারপর…

প্রেমে প্রতারণা। বিষয়টি যে কারো পক্ষেই মানা বেশ কঠিন। নারী হোক কি পুরুষ, কেউই তাদের ভালোবাসার মানুষকে অন্যের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন না। কিন্তু এই যুবকের কীর্তি এখন বেশ চর্চিত। একজন নয় পাঁচজন কে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ছিল যুবক। তারপর… জানুন পুরো ঘটনাটা।

এক ইংল্যান্ডের বাসিন্দা তার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে পারলেন যে তার অন্য কোনও মেয়ের সাথে সম্পর্ক আছে! শুধুমাত্র ওই একজনের সাথেই এই সম্পর্ক থেমে থাকেনি, ওই মহিলার বয়ফ্রেন্ডের ১জন নয় সম্পর্ক রয়েছে ৪জনের সাথে!

২৭ বছরের মাইকেলা (নাম পরিবর্তিত) লন্ডনের বাসিন্দা দ্য সান নামের ওয়েবসাইটে নিজের বয়ফ্রেন্ড নিয়ে এক অদ্ভুত কথা বলেছেন৷ মাইকেলার ক্লায়েন্ট রিলেশনশিপ অ্যাডভাইজার আছেন একজন৷ বেশ বছর কয়েক আগে ১জনের সাথে মাস ছয়েক ডেট করেছিলেন৷ সেই সম্পর্কে থাকাকালীন তার মনে হয়েছে যে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিচ্ছেন৷ যে যে মহিলার সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের অ্যাফেয়ার চলছিল মাইকেলা ধীরে ধীরে তাঁদের খুঁজে বার করেন৷

ওই বয়ফ্রেন্ডের সব মিলিয়ে মোট ৫জন মহিলার সাথে সম্পর্ক ছিল! ওই মহিলা আরও জানিয়েছেন যে তার বয়ফ্রেন্ড এই সমস্ত মহিলার কথা চেপে রাখতে পারেন নি ৷ কারণ তিনি মনে করতেন যে এই কাজ গুলো করে সে খুব বাহাদুর মানুষ৷ মাইকেলা সমাজ মাধ্যমে এক মহিলাকে চিনতেন৷ ওই মহিলার ছবি দেখতে গিয়ে তার প্রোফাইলে ঘেটে দেখতে পান সেখানে ওই মহিলার সাথে তার বয়ফ্রেন্ডের ছবি !তাতেই তার বয়ফ্রেন্ড তাঁকে ধোঁকা দিচ্ছেন তিনি বুঝতে পারেন৷ আরও ভালো করে বুঝতে পারেন যে এখানে শুধু একজন দুজন নয় আরও মহিলা আছেন৷বাকি চার মহিলাকেও ধরে ফেলে সে৷ বাকি মহিলাদের সাথে সমাজ মাধ্যমে যোগাযোগ স্থাপন করে৷

তাঁর বয়ফ্রেন্ডের সম্পর্কে যাঁরা কথা বলেছিলেন তাঁদের মধ্যে একজন চিকিৎসক ছিলেন৷ ফিলর সার্জারি যিনি করেছিলেন৷ দ্বিতীয় মহিলার এক ভাগ্নি র সঙ্গে ওই মহিলা বন্ধু ছিলেন৷ আগেই এক পার্টিতে দেখা করেছিলেন তৃতীয়জন এক মহিলার সঙ্গে৷ তাঁর বয়ফ্রেন্ড তাঁকে ধোঁকা দিচ্ছে তা এই মহিলাদের মধ্যে একজন বুঝতে পারছিলেন৷ তিনি ওই বিষয়টি জানিয়ে দেন মাইকেলার সঙ্গে দেখা করে৷ এবার ওই বয়ফ্রেন্ডের জীবন বরবাদ করতে চান তারা।

ওই মাইকেলার বয়ফ্রেন্ড একসাথে ওই পাঁচজন মহিলাকে দেখে ভয় পেয়ে যান৷ সেই মুহূর্তে তিনি সাফাই দিতে শুরু করেন৷ সব কজন মহিলা ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন একসঙ্গে৷ মাইকেলা জানিয়েছেন তিনি মোটেই দুঃখী নন এই ব্রেকআপের পর, কারণ তিনি নতুন চারটি বন্ধু পেয়েছেন৷ এদিকে ওই বয়ফ্রেন্ড এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন৷ গোটা ঘটনাটি শুনে নেটিজনরা বেশ অবাক।

Related posts

পঞ্চভূতে লীন হলেন বাপ্পি লাহিড়ী! মুখাগ্নি করার সময়ে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বাপ্পা

News Desk

শ্বশুরবাড়িতে এসে আনন্দে বউয়ের নাচ, বিয়ের ৬ দিন যেতে না যেতেই বড় কাণ্ড; পুলিশের কাছে স্বামী

News Desk

কুকুরের মত ঘেউ ঘেউ করাই এই তরুণীর কাজ। এতেই বছরে সাত কোটি টাকা আয় করলেন ইনি

News Desk