Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কে কে দেখতে পাবে আপনার হোয়াটসঅ্যাপের ‘লাস্ট সিন’? ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের (WhatsApp) জনপ্রিয়তা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবে দিন দিন বেড়েই চলেছে। ব্যতিক্রমী ফিচার ‘লাস্ট সিন’(whats app feature last seen) নিয়ে যাত্রা শুরু করে ইনসট্যান্ট মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ(instant messaging platform whats app) । অন্য মাধ্যমগুলো থেকে এই ফিচারই হোয়াটসঅ্যাপকে( whats app feature) আলাদা রেখেছিল। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এখন অবশ্য লাস্ট সিনের(last seen)আদলে ফিচার দেখা যায়। তবে হোয়াটসঅ্যাপের লাস্ট সিন ফিচারের(whats app last seen feature)আবেদন এখনও কমেনি।

এবার এমন এক পরিবর্তন আনতে চলেছে এই লাস্ট সিন ফিচারে(last seen feature) জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, যার প্রতীক্ষায় নেটজগতের বাসিন্দারা বুঝি দীর্ঘদিন ধরেই ছিলেন । এবার আপনার লাস্ট সিন(whats app last seen) (অর্থাৎ কখন শেষবার আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন) নিজের পছন্দমতো গোপন রাখা যাবে, স্টেটাস(whats app status) ও প্রোফাইল ছবি(profile picture)।

whatsapp new feature for multiple device

‘ওয়েবিটাইনফো’র সূত্রে জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ(whats app) ইউজারদের প্রাইভেসি সেটিংসে(user’s privacy settings) বদল আনতে চলেছে। এতদিন পর্যন্ত প্রাইভেসি সেটিংস(whats app privacy settings) ছিল তিন রকম লাস্ট সিনের(last seen) ক্ষেত্রে।
এক, আপনার স্টেটাস(whats app status), প্রোফাইল ছবি(profile picture) ও লাস্ট সিন(last seen) সকলেই দেখতে পাবেন। এর জন্য ‘এভরিওয়ান’ অপশন সিলেক্ট করতে হত।

দুই, আপনার ফোনে কেবল মাত্র সেভ করা নম্বর অর্থাৎ আপনার ‘কনট্যাক্টস’-এ থাকা ব্যক্তিরাই তা দেখতে পাবেন। সেক্ষেত্রে’ বেছে রাখতে হত ‘মাই কনট্যাক্টস।

তিন, কেউ আপনার স্টেটাস(whats app status), প্রোফাইল ছবি(profile picture) ও লাস্ট সিন(last seen) দেখতে পাবেন না। যার জন্য ‘নোবডি’ সিলেক্ট(select nobody) করতে হত। এবার নতুন এক অপশন এর সঙ্গে যোগ হতে চলেছে।

সেই অপশনটি হল ‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট’(my contact excepts) । এখানে আপনার যোগাযোগ তালিকায় থাকা নম্বরগুলি থেকে নির্দিষ্ট নম্বরগুলিকে আপনি বেছে নিতে পারবেন যাঁদের আপনি এগুলি দেখতে দিতে চান না। নয়া এই ফিচার দুই ধরনের ফোনেই অ্যান্ড্রয়েড ও আইওএস পাওয়া যাবে।

তবে এখনও পরিষ্কার নয়, ওই নম্বরগুলিকে যোগ করা হবে ঠিক কীভাবে। তবে যাঁদের আপনি আপনার লাস্ট সিন(last seen) দেখতে দেবেন না, আপনি তাঁদের লাস্ট সিনও দেখতে পাবেন না। তবে এখনও পরীক্ষা নিরীক্ষার স্তরেই পুরো বিষয়টি রয়েছে। মনে করা হচ্ছে,এই সংক্রান্ত ঘোষণা শিগগিরি করতে পারে ফেসবুকের মালিকানাধীন এই সংস্থা।

Related posts

আক্রান্তের সংখ্যা কমলেও গত ২৪-ঘণ্টায় দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড ভারতে

News Desk

এবার পুজোর চমক, অনলাইন অর্ডার করলেই সরাসরি মায়ের ভোগ পৌঁছে যাবে আপনার বাড়িতে

News Desk

ব্যাঙ্কের মত অবিকল নকল ব্যাঙ্ক! ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়ে অ্যাকাউন্ট থেকে গায়েব ৯১ লাখ

News Desk