Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১ জুন কি মাধ্যমিক পরীক্ষা শুরু সম্ভব? মধ্য শিক্ষা পর্ষদের ইঙ্গিতে বাড়ছে জল্পনা

ফের করোনার কোপ শিক্ষাব্যবস্থায় । এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল বাড়তে থাকা কোভিড সংক্রমণের জেরে । মধ্যশিক্ষা পর্ষদের মতে, ১ জুন, বর্তমান করোনা পরিস্থিতির জেরে মাধ্যমিক পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে নাকি পিছিয়ে দেওয়া হবে , সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। পর্ষদ নিজেদের মতামত শিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে । এবার তারা রাজ্যের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ।

madhyamik 2021

রাজ্যের করোনা পরিস্থিতি ভয়ংকর, মঙ্গলবার পর্ষদের কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব, এরকম পরিস্থিতি চলতে থাকলে । ইতিপূর্বে বাতিল হয়েছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা এবং ICSE দশম শ্রেণির পরীক্ষা । সেই পথে হেঁটেই কি বাতিল হবে দশম শ্রেণির মাধ্যমিক ? রাজ্যকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার সন্ধেতে এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত এখনও কিছু জানানো হয়নি শিক্ষা দপ্তরের তরফে । তবে সোমবার ব্রাত্য বসু নয়া শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ।

উল্লেখ্য, গোটা দেশ মারণ কোভিডের (Covid-19) দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত । প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা রাজ্যেও। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এই পরিস্থিতিতে কিছুদিন আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করে । একাদশ শ্রেণির পরীক্ষা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে । পাশাপাশি উচ্চমাধ্যমিক পড়ুয়ারা অন্য স্কুলে নয়, নিজেদের স্কুলেই পরীক্ষায় বসবে । এছাড়া পরীক্ষার সময়ও পরিবর্তন করা হয়েছে । এবার মাধ্যমিকের পালা কি তবে ? উৎকণ্টায় ভুগছে পড়ুয়া ও তাঁদের পরিবার।

Related posts

জুয়ার টাকা জোগাড় করতে স্ত্রীকে দিয়ে জোর করে পতিতাবৃত্তি করাচ্ছেন স্বামী! ঘটনায় চাঞ্চল্য

News Desk

ফুলশয্যার রাত কাটতে না কাটতেই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ল বর! হতবাক সদ্য বিবাহিত স্ত্রী ও পরিবার

News Desk

১০ বছরের প্রেম, লিভ-ইন, ছিল এক মেয়েও… মহিলার মর্মান্তিক পরিণতি দেখে শিউরে উঠলো সকলে

News Desk