Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোটিপতি স্বামীকে ছেড়ে অটোচালক প্রেমিকের সঙ্গে পালালেন গৃহবধূ! সাথে নিলেন ৪৭ লাখ

প্রেমের জন্য ত্যাগ করা যায় সব বৈষয়িক সুখ। এমনটা যে শুধু সাহিত্যে বা সিনেমায় নয় বাস্তবেও হয় তার প্রমাণ মিলল ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। আজব ঘটনার বিবরণ শুনে কেউ অবাক হচ্ছেন কেউ আবার হাসিতে লুটোপুটি খাচ্ছেন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের কোটিপতি স্বামীকে অটোচালক প্রেমিকের সঙ্গে পালালেন ইন্দোরের গৃহবধূ। স্ত্রীকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না, খুজেঁ বার করতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্বামী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের সামনে আসে ওই কোটিপতি ব্যাক্তির স্ত্রীর পরকীয়া তথ্য। জানা যায়, ‘সাধারণ’ এক অটোচালকের সঙ্গেই নিজের বড়লোক স্বামীকে ছেড়ে চম্পট দিয়েছেন স্ত্রী। তবে শুধু যে পালিয়ে গিয়েছেন তাই নয়, যাওয়ার সময় ৪৭ লক্ষ টাকাও সাথে করে নিয়ে গিয়েছেন বলে সন্দেহ। পুলিশের সূত্রে জানা গিয়েছে অটাওয়ালার নাম ইমরান।

police man

কোটিপতি ওই ব্যাক্তির স্ত্রীর কোনও জায়গায় যাওয়ার দরকার পড়লে ইমরানের অটো করেই নাকি যেতেন। আবার কোনো জায়গা থেকে ফেরার সময় ইমরানই তাকে বাড়িতে ছেড়ে দিয়ে দিতেন। সেখান থেকেই তাদের মধ্যে পরিণয়ের সম্পর্কের সূত্রপাত বলে সন্দেহ। অভিযোগ, ইন্দোর নিবাসী কোটিপতি ব্যবসায়ী নিজের লকারে ৪৭ লক্ষ টাকা জমা রেখেছিলেন। সেই টাকা সমেতই অটোচালক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন গৃহবধূ।

মহিলার স্বামীর অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ পৌঁছয় অটোচালক ইমরানের এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে মিলেছে ৩৩ লাখ টাকার খোঁজ। কিন্তু এখনও খোঁজ মেলেনি ইমরান এবং ওই মহিলার।

গোটা বিষয়টি যেন পুলিশের কাছেও বেশ ধাঁধার। পুলিশ নানা স্থানে নিখোঁজ মহিলা ও অটোচালক এর খোঁজে তল্লাশি চালিয়েছে। মোবাইলের লোকেশন ট্রাক করে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। উজ্জয়িনী, জাভরা, খান্ডয়া, রতলমেও খোঁজ করেছে পুলিস। কিন্তু হাতে আসেনি তারা। আদতে তাঁরা কোথায় গা ঢাকা দিয়েছেন, সেই বিষয়টি নিয়েই নজরদারি চালাচ্ছে পুলিস।

Related posts

মঙ্গলের মাটিতে অক্সিজেন! অসাধ্য সাধন প্রযুক্তির

News Desk

মায়ের কাছ থেকে টাকা নিতে নিজেরই অপহরণ করলো মেয়ে! তারপর…

News Desk

চলে গিয়েছেন ৯ জনই, ১১তম স্ত্রীকে তাই দড়ি দিয়ে বেঁধে সাথে নিয়ে ঘোরেন ৭৫ বছরের বৃদ্ধ

News Desk