Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ রাজস্থানের শিক্ষিকা নাফিসার, বহিষ্কারের সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ

এতো বছরে এই প্রথমবার পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপে ভারত কে হারিয়েছে। এবার এই জয়ের আনন্দ করতে গিয়েই রাজস্থানে এক স্কুল শিক্ষিকা পড়লেন খুব বিপদে। রীতিমতো বরখাস্ত করা হলো তাকে এই উচ্চাসের জন্য।

জানা গিয়েছে, গত রবিবার পাকিস্তান দুর্দান্ত ভাবে ভারতের বিরুদ্ধে জিতে যাওয়ার আনন্দে নাফিসা আটারি নামের ওই শিক্ষিকা তার হোয়াটসাপে একটি স্টেটাস দেন। তিনি সেই খেলার সময়ের একটা ছবি স্টেটাসে দিয়ে ক্যাপশনে লিখেছিলেন আমরা জিতেছি।’ এরপর তার এক সহকর্মীর চোখে পরে যায় সেই স্ট্যাটাসে দেওয়া ছবিটা। তিনি এরপর জানতে চান, পাক সমর্থক কি নাফিসা? নাফিসা এর জবাবে জানিয়ে দেন, ‘হ্যাঁ।’ সেই স্ট্যাটাসের স্ক্রিনশট এরপরই দ্রুত ভাইরাল হয়ে যায়। বিতর্ক শুরু হয় তা নিয়ে। নীরজা মোদি স্কুল কর্তৃপক্ষের বিষয়টি নজরে পড়ে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানিয়ে দেয়, নাফিসাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা বিষয়টি নিয়ে বৈঠকের পরে।

ভারত-পাক ম্যাচের একটি ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পর নাসিফা জানিয়েছেন সেটা চোখে পড়ে তাঁরই এক সহকর্মীর। স্ট্যাটাসটির স্ক্রিনশট নিয়ে সেই সহকর্মীই স্কুলের অন্যান্য সদস্যদের পাঠান। নাসিফার স্ট্যাটাস মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। পরদিনই তাঁকে ডেকে বলা হয় পাক দলকে সমর্থন করার বিষয়টি কোনওভাবেই মানতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। আর তাই নাসিফাকে বহিষ্কার করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই বিষয়ে আলোচনার পরে।

উল্লেখ্য, রবিবারের দেশজুড়ে নানা ঘটনা ঘটেছে এই ভারত-পাক ম্যাচের পরেই । টুইট করে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর জানিয়ে দেন, যাঁরা পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভারতে থেকেও তাঁরা কেউ ভারতীয় নন। তিনি লেখেন, ”পাকিস্তানের জয়ে যারা বাজি ফাটাচ্ছে তারা ভারতীয় হতেই পারে না। আমাদের ছেলেদের আমি পাশে রয়েছি।”

Related posts

দ্রুত আধার সংশোধন করতে ব্যাক্তি প্রতি ৩০০০ টাকা চার্জ! কালোবাজারি চলছে রমরমিয়ে

News Desk

ভয়াবহ! স্বামীর সামনেই স্ত্রীকে ঘিরে ধরলো ৬ জন! একের পর এক চললো অত্যাচার

News Desk

কিস্তিতে টাকা নয়, চাই থোক নগদ! বিয়ের কয়েক মাসের মাথাতেই মর্মান্তিক পরিণতি বধূর

News Desk