Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মূক-বধির স্বামীর অক্ষমতার সুযোগে পরকীয়া! স্ত্রীকে ঘরে ফেরাতে গিয়ে প্রান হারালেন যুবক

পরকীয়ার ভয়ঙ্কর পরিণতি! এক মূক ও বধির ব্যক্তির খুব ভয়ঙ্কর পরিণতি হল স্ত্রীর প্রেমিকের কারণে। এই ঘটনায় গোটা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, এক মূক ও বধির যুবক হরিহরপাড়ার শিবনগর এলাকায় বাস করতেন। তিনি কৃষিবাদী করে দিন কাটাতেন। অভিযোগ উঠেছে , যে তাঁর এই মূক ও বধির হয়ে থাকার অক্ষমতার সুযোগ নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে (Extra Marital Affair) জড়িয়ে পড়ে তাঁর স্ত্রী প্রতিবেশী এক যুবকের সঙ্গে। ‘ওই মহিলা প্রেমিককে নিয়ে পালিয়ে যায় স্বামীর ঘর ছেড়ে। ওই মূক ও বধির যুবক তার স্ত্রী ছেড়ে যাওয়ার পরও তাকে ভুলতে পারেনি। তাই বারংবার স্ত্রীকে বাড়িতে ফেরানোর চেষ্টা করেন। 

স্থানীয়রা অভিযোগ করেছেন যে , যখন পাটের কাজ করছিলেন ওই যুবক গত শনিবার বিকেলে, তখন তাঁর স্ত্রী’র ‘প্রেমিক’ তাঁর উপর হামলা চালায়। আর তার সাথে আরও কয়েকজন সঙ্গীও ছিল। ওই যুবককে পাট ক্ষেতের মধ্যেই খুন করা হয়। গ্রামবাসিরা তা দেখে নিলে ওই ঘটনাস্থল থেকেই পালায় তারা। ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কাছের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। 

গ্রামবাসিরা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

Related posts

ভাক্সিন নেওয়ার কতদিন পর থেকে অ্যালকোহল সেবন করা যায়?

News Desk

বিচারক জিজ্ঞাসা করলো কার সঙ্গে থাকবে? বাচ্চা মেয়েটি কার দিকে ইশারা করলো শুনলে অবাক হবেন

News Desk

পৈশাচিক! মাত্র দুদিনের শিশুকন্যাকে প্রাণঘাতী ইনজেকশন দিলেন বাবা!

News Desk