Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জগদ্ধাত্রীর বাহন সিংহ, কিন্তু তার নীচে হাতির মৃত শরীর বা হস্তিমুন্ড থাকে কেন?

জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও এঁর উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত।আবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর ও নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর।

জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত বিরাজমান। বাহন সিংহ করীন্দ্রাসুরের সঙ্গে হস্তীরূপী অসুরের পিঠে দণ্ডায়মান দেবী। দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়।

ধ্যানমন্ত্রে কোথাও উল্লেখ না থাকলেও মূর্তিতত্ত্বে আমরা দেখছি, জগদ্ধাত্রী বাহন সিংহ এক হস্তীর মৃত শরীরের উপর দাঁড়িয়ে। কখনও বা সেই সিংহ খেলা করে হস্তীর কাটা মাথা নিয়ে। কেন এমনটা? জেনে নিন দেবী জগদ্ধাত্রী সম্পর্কে হিন্দু পুরাণ কী বলছে?

শ্রীশ্রীচণ্ডীতে উল্লেখ আছে, যুদ্ধের সময় মত্ত মহিষাসুর নানা মায়ারূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন দেবীকে। একবার সেই প্রচেষ্টায় মহিষাসুর ধারণ করেন হস্তীরূপ। সেই হস্তী দেবীকে বধের চেষ্টা করলে দুর্গা ধারণ করেন এক চতুর্ভুজা মূর্তি। চক্রদ্বারা তিনি ছেদন করেন হাতির শুঁড়টি। সেই রূপটিই জগদ্ধাত্রীর। সংস্কৃতে হাতিটির নাম করী, সেই অনুসারে অসুরটির নাম করীন্দ্রাসুর। তাকে বধ করেন বলে জগদ্ধাত্রীর অপর নাম করীন্দ্রাসুরনিসূদিনী।

Related posts

নবরাত্রির নবম দিনে পুজো হয় দেবী সিদ্ধিদাত্রীর। এই পুজো করলে কি লাভ মেলে

News Desk

১ ডিসেম্বর: বিশ্ব এইডস দিবস থেকে বিএসএফ এর প্রতিষ্ঠা যা আজকের দিনটিকে স্মরণীয় করে

News Desk

মদ্যপ সতীর্থ ১৫ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিল, একটুর জন্য বেচেঁ গিয়েছিলাম, বিস্ফোরক চাহাল

News Desk