Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মহিলাকে দিয়ে থানার মধ্যেই খালি গায়ে মালিশ করাচ্ছে পুলিশ! ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য

একেবারে নক্কার জনক ঘটনাকে কেন্দ্র করে কাঠগড়ায় উঠলো বিহারের সহরসা জেলার নাওহাট্টা থানার পুলিশ। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যেখানে কার্যত অর্ধনগ্ন অবস্থায় বসে রয়েছেন খালি গায়ে এক পুলিশ আধিকারিক। আর তাঁর শরীর ম্যাসাজ করে দিচ্ছেন এক মহিলা। এখানেই শেষ নয়, এই ঘটনা ঘটেছে ওই থানার মধ্যেই।

পুলিশ আধিকারিকের কাছে ছেলের জামিনের জন্য গিয়েছিলেন এক মহিলা। অভিযোগ উঠেছে যে থানায় তাঁকে দিয়ে থানার ভিতরেই গা টেপান সাব-ইনস্পেক্টর শশিভূষণ সিন্‌হা। ওই ভিডিও ভাইরাল হতেই অতিসত্বর ওই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।

একটি ভিডিও ঘুরছে সমাজ মাধ্যমে যেখানে একজন পুলিশ আধিকারিক খালি গায়ে বশে আছেন। আর ওই থানার মধ্যেই বসে এক মহিলা তাঁর গা টিপছেন। এবং অপরদিকেই অন্য আর একজন মহিলা বসে আছেন চেয়ারে। অভিযুক্ত ওই এস আই ওই ম্যাসাজ করতে থাকা মহিলার ছেলের জামিনের জন্য আইনজীবীর সঙ্গে কথা বলে চলেছেন। ভিডিও তে আইনজীবীকে তিনি বলছিলেন, “ জামিনের জন্য ১০ হাজার টাকা পাঠাব। সঙ্গে দুই মহিলাকে প্রয়োজনীয় তথ্য এবং আধার কার্ড নিয়ে দেখা করতে বলব আপনার সঙ্গে।”

শশিভূষণকে আরও বলতে শোনা যায় ওই ভিডিওতে যে, ওই মহিলা দুস্থ , তাই ছেলের জামিনের জন্য এতো টাকা দেওয়ার ক্ষমতা তাঁর নেই। তাই দশ হাজার টাকা তিনিই দিয়ে দেবেন। যখন তিনি ফোনে কথা বলছিলেন, তখন তেল মালিশ করিয়ে গা টেপাচ্ছিলেন তিনি ওই মহিলাকে দিয়েই। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও দৈনিক সংবাদ ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি।

পুলিশের উপর মহলে সেই ভিডিয়ো পৌঁছতে শশিভূষণকে সাসপেন্ড করা হয়। লিপিকা সিংহ সহরসার পুলিশ সুপার জানিয়েছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করবেন এসডিপিও পদমর্যাদার আধিকারিক। ভিডিয়োটি তুললেন কে এখন সেই প্রশ্ন উঠছে ? তার চেয়েও বড় প্রশ্ন কতটা যুক্তিযুক্ত এভাবে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে মহিলাকে দিয়ে তেলমালিশ করিয়ে নেওয়া?

Related posts

বিয়ের কথা বলে যুবতীকে নিয়ে এসে যৌন পল্লীতে বিক্রির চেষ্টা! পুলিশের জালে ধৃত অভিযুক্ত

News Desk

লিভ-ইন-এ থাকা প্রেমিকের উপর মোহভঙ্গ! স্বামীর সঙ্গে মিলে করল মারাত্মক ষড়যন্ত্র

News Desk

বুস্টার ডোজ সহ দুটি ভ্যাকসিন নেওয়া তবুও ওমিক্রন ছাড়লো না এক ব্যক্তিকে

News Desk