প্রত্যেকের বাড়িতে আবশ্যক যে কয়েকটি জিনিস থাকবেই থাকবে তার মধ্যে ঘড়ি একটি। সকালে ঘুম ভাঙ্গলেই হোক কি অফিসে বেরোনোর ব্যাস্ততায়, চোখ চলে যায় দেয়ালঘড়ির দিকে। প্রতি মুহূর্তে ঘুর্ণয়মান কাটাই তো আমাদের প্রতি মুহূর্তে সময়ের এগিয়ে চলার হিসাব মনে করিয়ে দেয়। শুধু সময় দেখতেই কাজে লাগে তা নয়, ঘরের শোভা বাড়াতে ও রুচির প্রকাশে ঘড়ির ব্যবহার অনেক পুরনো।
কিন্তু কখনো খেয়াল করেছেন, ঘড়ির দোকানে ঝোলানো সব বন্ধ ঘড়িগুলোতেই কাঁটা একটা নির্দিষ্ট সময়েই ঘুরিয়ে রাখা হয়েছে। লক্ষ করে দেখবেন প্রত্যেকটি ঘড়িতেই বেজে থাকে ১০ টা বেজে ১০ মিনিট। এমনকি ঘড়ির বিজ্ঞাপনে ব্যাবহৃত ছবিতেও সাধারণত এমনটাই হয়ে থাকে। এর অন্যথা খুবই কমই দেখা যায়। কিন্তু, এর কারণ কি? কেন এমনই একটা বিশেষ সময়ে থামিয়ে রাখা থাকে দোকানের ঘড়ির কাঁটা? এই কারণ ঘিরে বহু মতভেদ রয়েছে। প্রচলিত কিছু কারণ এখানে তুলে ধরা হলো।
ঘড়ি সংস্থার কর্ণধাররা জানায়, এই পজিশনে কাঁটা দুটি থাকলে এতে কোম্পানির নামের লোগো ভালো ভাবে দেখা যায়। এছাড়া কাঁটা দুটোর ভেতরে একটা সমপরিমাণ দূরত্ব বজায় থাকে। তবে শুধু ১০:১০ এই নয়, ৩:১৫ বা ৪:২০ বেজে থাকলেও ঘড়ির দুটি কাঁটা এমন পজিশনে থাকে যাতে একই সুবিধা পাওয়া যায়। কিন্তু ১০ টা ১০-এ এর ঘড়ির কাঁটা দুটো দেখতে অনেকটাই হাসিমুখ একটা চিন্হ এর মতন লাগে, যা ক্রেতাদের আকৃষ্ট করে।
কিছু ঘড়ি সংস্থা ঘড়ির কাঁটা অন্য পজিশনে রেখে পরীক্ষা করেছিল। কিন্তু দেখা গেল, দোকানে গিয়ে বেশীরভাগ ক্রেতাই ১০টা ১০-এ কাঁটা ঘোরানো ঘড়িই কিনতে বেশী ইচ্ছুক। ফলে আর কেউ অন্য ভাবে দোকানে বা বিজ্ঞাপনে কাঁটা বদলানোর ঝুঁকি নেয়নি।
এছাড়াও ঘড়ির এই ১০:১০ সময়টার একটা বিশেষ কারণ আছে বলে একটি প্রচলিত কাহিনী আছে। শুক্রবার, ১৪ এপ্রিল, ১৯৬৫। ছুটির দিন। সেদিন ছিল ‘গুড ফ্রাইডে’। ঘড়িতে সময় রাত দশটা বেজে দশ মিনিট। আমেরিকার ওয়াশিংটন ডি.সি ‘ র ফোর্ড থিয়েটার বক্সে বসে ‘আওয়ার আমেরিকান কাজিনস ‘ নামক নাটক দেখছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এবং তাঁর স্ত্রী।
নাটক চলার সময়েই আচমকা প্রেসিডেন্টের বক্সে ঢুকে পড়লেন এক অভিনেতা। নাম জন উইলকিস বুথ। হাতে ছিল একটা পিস্তল। সেই পিস্তল দিয়েই গুলি করলেন মার্কিন প্রেসিডেন্টকে। ঘটনায় আর্তনাদ করে উঠলেন লিঙ্কনের স্ত্রী মেরি টোড লিংকন। মেজর হেনরি রথবোন দ্রুত ছুটে এসে আততায়ী কে জাপটে ধরতে গেলে সে এক ধাক্কায় তাকে ছুরি মেরে লাফিয়ে মঞ্চে উঠে পেছনের ভাঙাচোরা একটা দরজা দিয়ে পালিয়ে যায়।
আমেরিকার তথা বিশ্বের ইতিহাসের কিংবদন্তি আব্রাহাম লিংকনের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পৃথিবীর প্রায় সমস্ত বিজ্ঞাপনের ঘড়ির কাঁটাকে রাখা হয় ১০ টা বেজে ১০ মিনিটে থামিয়ে বলে মনে করা হয়। এই সময়েই নিহত হয়েছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।