Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

আর্থিক সমস্যা দুর করতে ‘মানি প্ল্যান্ট’ বাড়ির কোন দিকে রাখা শুভ! আর কোন দিকে রাখতে নেই, জানুন!

প্রত্যেকেই চায় কষ্ট করে উপার্জিত টাকা পয়সা বৃদ্ধি করতে। প্রত্যেকই চায় আরেকটু বেশী আয় উপার্জন করতে যাতে আর্থিক ভাগ্য বিরূপ না হয়। আয় বাড়াতে সকলেই নিজের নিজের মত চেষ্টা করতে থেকে। টাকা পয়সা, সঞ্চয় ইত্যাদি বৃদ্ধি করতে পরিশ্রমের বিকল্প অন্য কিছু হয় না। কিন্তু পরিশ্রম করলেও কি সবাই বড়লোক হয়। বহু সময়ই দেখা যায় অনেক পরিশ্রমের পরেও যেন কিছুতেই আর্থিক ভাগ্য সহায় হচ্ছে না। এমন যদি পরিস্থিতি হয় তখন আর্থিক সমস্যা দূর করতে অনেকেই বাড়িতে ‘মানি প্ল্যান্ট’ গাছ লাগায়। ঘর সাজানোর জন্য বেশ বাহারী পাতার এই মানি প্ল্যান্টের রয়েছে অনেক গুণাবলী আর ক্ষমতা। যেমন মানি প্লান্ট গাছ বাড়িতে রাখলে সমস্ত রকম ক্ষতিকারক এবং দেহের জন্যে ক্ষতিকরই রশ্মি গাছের পাতায় শোষিত হয়। তাছাড়া এই গাছ খুব সহজে ঘরের মধ্যে রাখা যায় যার কারণে ভালো অক্সিজেন পাওয়া যায়। বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে স্বাস্থ্যের আর মনের উন্নতি হয়, অবসাদ কাটে এবং তার সঙ্গে বাস্তু বলে এই গাছে টাকা পয়সাও বৃদ্ধি পায়। তবে বাস্তু এও সাবধান করে যে যদি মানি প্ল্যান্টটি ঘরের সঠিক দিকে রাখা না হয় তবে এই গাছের থেকে নেগেটিভ প্রভাব বিস্তৃত হয়। আর যদি বাস্তু শাস্ত্র অনুযায়ী সঠিক দিকে রাখা হয় তবে তা ঘরের আবহাওয়ায় আনে ইতিবাচক প্রভাব এবং টাকা পয়সা সংক্রান্ত বাধা বিপত্তি ইত্যাদি কাটিয়ে উঠতে সাহায্য করে। তাই আপনিও যদি আর্থিক সৌভাগ্য আনতে চেয়ে মানি প্লান্ট ঘরে বসানোর চিন্তা করেন, তাহলে মানি প্ল্যান্ট সম্পর্কিত কিছু বিশেষ তথ্য জেনে নেওয়া উচিত ।

Know where to keep money plant in house

অগ্নি কোণ অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিককে কোনো গৃহের আর্থিক উন্নতির জন্য সবচেয়ে ভালো বলে বিবেচনা করা হয়। এই মানি প্ল্যান্ট গাছ এই দিকটিতে রাখলে ঘরের আবহাওয়ায় ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। দক্ষিণ-পূর্ব দিকের প্রভাবশালী গ্রহের নাম শুক্র। শুক্রের কার্যকর দিকের দিকে এই গাছ রাখলে টাকা পয়সার বাঁধা কাটে আর আর্থিক দিক থেকে উন্নতি হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহের মধ্যে মানি প্ল্যান্ট রাখার আরেকটি ভাল দিক হল ঘরের উত্তর দিক। বলা হয় উত্তর দিকে ধনদেবতা কুবেরের বাস। কুবেরের প্রিয় রং সবুজ তাই কোনও সবুজ রঙের পাত্রে বাড়ির উত্তর কোনে মানি প্লান্ট গাছ রাখলে তা বাড়ির আর্থিক উন্নতির জন্য বিশেষ সহায়।

কিন্তু ঘরের উত্তর-পূর্ব কোন ভুলেও মানি প্লান্ট রাখতে নেই। এই স্থানে এই গাছ রাখলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি হয়। এই দিকের প্রভাবশালী দেবতা গুরু বৃহস্পতি। শুক্র ও বৃহস্পতি যেহেতু বিরোধী। সেই কারণে উত্তর-পূর্ব দিকে মানি প্লান্ট লাগালে নানান অশুভ ঘটনা বিশেষত আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

কোনও দড়ি বা লাঠির সাহায্যে ওপরের দিকে মানি প্লান্ট বেঁধেও রাখতে পারেন। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। মানি প্লান্টে জল দেওয়ার সময় তার সাথে কয়েক ফোটা দুধ মিশিয়ে দিন। এর ফলে টাকা পয়সা আয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। রবিবার মানি প্লান্টে জল দেওয়া উচিত নয়।

Related posts

চুল নিয়ে চুলোচুলি! শুধুমাত্র চুলের কারণে সম্পর্ক ভেঙে দিল প্রেমিক! কি এমন হল?

News Desk

প্রেমে বিগড়ে গেল ভারসাম্য! বিয়ের রাতে অবস্থা খারাপ হলো বর-কনের.. কেন জানেন?

News Desk

কাল অফলাইনে শুরু মাধ্যমিক পরীক্ষা! আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিল পরীক্ষার্থী

News Desk