Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কবে পাওয়া যাবে প্রাণঘাতী করোনার থেকে মুক্তি? বাঙালি চিকিৎসকের গবেষণায় দেখালো দিশা

এই ভয়ঙ্কর করোনা অতিমারির হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে? কবে আবার স্বাভাবিক জীবনে ফিরবো আমরা? মাস্ক খুলে খোলা হওয়ায় নিতে পারবো শ্বাস? কবে আবার বাইরে বেরোতে পারবো আমরা? কবে কমবে এই মৃত্যুর মিছিল? করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষের যখন দিশাহীন, নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়, তখন দিশা দেখালেন এক বাঙালি চিকিৎসক ও তার গবেষনা। চিকিৎসক সৌম্যজ্যোতি বিশ্বাস এই প্রশ্নের উত্তর দিলেন।    

সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের এসআরএম বিশ্ববিদ্যালয়ের (SRM University) চারজন ব্যাচেলর ইন টেকনোলজি স্টুডেন্টের সাথে মিলে একটি গবেষণা চালান বাঙালি চিকিৎসক সৌম্যজ্যোতি বিশ্বাস। অন্ধ্রপ্রদেশ রাজ্যের করোনা ভাইরাসের সংক্রমণ হার, করোনাকে জয় করে সুস্থতার হার ইত্যাদি নানা তথ্য জোগাড় করে তিনি এক জায়গায় করেন। এরপর মেশিন লার্নিং টুলস (Machine Learning tools) এর ব্যাবহারের মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছন যে, আগামী ১৫ই জুলাইয়ের মধ্যেই অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের প্রতিদিনের সংক্রমণ কে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। দৈনিক সংক্রমণ তখন একশোরও নিচে থাকবে।

এই গবেষনা অনুযায়ী দাবি করা হয়, আগামী ২১ মের পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক প্রায় ১০ হাজার হবে। তারপর ৩০ মের পর, তা আরও বেড়ে দৈনিক ১৫ হাজারে পৌঁছাবে। তবে ১৪ জুনের পর থেকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন প্রায় ১ হাজার হবে ও গ্রাফ নিন্মমুখি হবে এবং আগামী ১৫ই জুলাইয়ের পর তা ১০০-র নীচে নেমে যাবে। জানা যাচ্ছে যে, সৌম্যজ্যোতিরা তাদের এই গবেষণার রিপোর্ট ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী (Chief Minister of Andhra Pradesh) আর স্পেশ্যাল চিফ সেক্রেটরির (Special Chief Secretary) কাছে জমা দিয়েছেন। যদিও, এই গবেষণায় করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কে ধরা হয়নি ৷ মেসার করা হয়নি দেশের লকডাউন এবং ভ্যাকসিনেশনের প্রভাবকেও।

Related posts

বিয়ের আগে কনের সাথে ইয়ার্কি করতে গিয়ে মাত্রা ছাড়ালেন বরের বোন! বিয়েবাড়ির আনন্দ পরিণত হল শোকে

News Desk

আকর্ষণীয় হতে গিয়ে বিপদে পর্নতারকা! আচমকাই ফেটে গেল কৃত্রিম স্তন, তারপর…

News Desk

বদ্রীনাথে ধ্যান করেছিলেন স্বয়ং শ্রীবিষ্ণু! জানেন বদ্রীনাথ মন্দির সম্পর্কে এই অজানা তথ্যগুলি

News Desk