Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘সরি, আপনি কে’- হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে আসা এমন মেসেজেই লুকিয়ে আছে মারাত্মক বিপদ

বর্তমানে ডিজিটাল যুগের সাথে বেড়েছে ডিজিটাল ক্রাইম ও, আর এই অত্যাধুনিক সময়ে প্রতারণার অন্যতম উপায় প্রতারকদের কাছে হোয়াটসআপ। প্রতারকরা ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা করতে থাকে আর সফল হলে তারপরই শুরু হয় ব্ল্যাকমেল। এবং টাকা চাওয়া শুরু হয়। কিন্তু অনেক গ্রাহকরা বোঝেন না যে তারা ফাঁদে পড়েছেন। এছাড়াও ব্ল্যাকমেলিং চলে Sorry, Who are you মেসেজের মাধ্যমেও। কিন্তু এই প্রতারণার জাল তৈরী করে কি করে প্রতারকরা ? আসুন জেনে নিন –

‘আপনাকে চিনতে পারলাম নাতো!’ হোয়াটসঅ্যাপে এমন মেসেজ পেলেন ঘুম থেকে উঠেই। নম্বরটি একেবারেই আপনার পরিচিত নয় এবং সেই অপরিচিত প্রোফাইলের পিকচার এক সুন্দরী মহিলার। অনেকের এমনিই কৌতূহল হবে। এটি আপাতদৃষ্টিতে সাধারণ ঘটনা মনে হতে পারে। কিন্তু প্রতারণার ফাঁদ এর মধ্যেই লুকিয়ে। একেবারেই ধরতে পারবেন না আপনি ।

WABetainfo এ বিষয়ে সতর্ক করেছে। তারা জানিয়েছে, প্রতারকরা এক বিশেষ ধরনের VOIP ব্যবহার করে এই ধরনের প্রতারণায়। লুকিয়ে রাখা হয় আসল নম্বর। অর্থাত্ যে নম্বরটিতে আপনি মেসেজ করছেন, সেটি ভুয়ো।

ধরুন এভাবে মেসেজ করা হচ্ছে কোনও সুন্দরী মহিলার প্রোফাইল ছবি থেকে। স্বাভাবিকভাবেই অনেকেই তাঁর সঙ্গে কথা বলতে চাইবেন। কথা শুরু করবেন তিনি, ‘Sorry, Who are you? মিসড কল দেখলাম আপনার নম্বর থেকে…’

এভাবে ধীরে ধীরে আপনার ছবি, অন্যান্য তথ্য সংগ্রহ করা হবে কথা বলে। এরপর ব্ল্যাকমেল করা হবে আপনার সেইটা ছবি এডিট করে অন্য ছবি বা ভিডিয়ো বানিয়ে। আপনাকে মোটা অংকের টাকা পাঠাতে বলা হবে । অন্যথায় সেই ছবি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ারের হুমকি দেওয়া হবে।

এদের সহজে ট্রেসও করতে পারবেন না নম্বর ভুয়ো হওয়ায়।

ফলে এড়িয়ে চলুন কোনও অচেনা নম্বর, অজানা লিঙ্ক, প্রচারমূলক মেসেজ দেখলেই। কোনও অচেনা লিঙ্ক পরিচিত কেউ পাঠালে তাঁকে সাবধান করুন। ক্লিক করবেন না সেই লিঙ্কে। এছাড়াও সবসময় My Contacts করা দরকার প্রাইভেসি সেটিংস। যেন না পাঠানো হয় ব্যাঙ্কের তথ্য, ব্যক্তিগত ছবি ।

কেন্দ্রীয় সরকার, এবং বিভিন্ন সংস্থার তরফে বারবার সচেতন করা হচ্ছে প্রতারণা থেকে বাঁচতে। ইতিমধ্যে একটি বিশেষ নম্বর চালু করা হয়েছে Department of Telecom এর তরফে। যেখানে দায়ের করা সম্ভব এই ধরনের অভিযোগ। ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক ডিটেলস যেন না শেযার করা হয় প্রত্যেক সংস্থার তরফেই তা জানানো হচ্ছে।

Related posts

৪ সন্তান রেখে ১০ বছর আগে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন, ফিরে আসতেই ঘটলো ভয়ঙ্কর ঘটনা

News Desk

উদ্বেগ বাড়িয়ে দিল্লিতে কোভিড-১৯-এর ‘আর-ভ্যালু’ ২ ছাড়িয়ে গেল! জানেন এর অর্থ কি?

News Desk

টেরই পাননি দশ মাসে! হঠাৎ করেই পেটে ব্যথা নিয়ে বাথরুমে গিয়ে সন্তানের জন্ম দিলেন তরুণী

News Desk