Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১৬ই ডিসেম্বর: ভারতের মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণ এবং আরো যা কিছু আজকের দিনে ঘটেছিল

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজকের দিনেই ১৯৭১ সালে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে যার নাম সোহরাওয়ার্দী উদ্যান) ‘ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি। এর মাধ্যমেই সমাপ্তি টানা হয় মার্চ মাস থেকে মুক্তিবাহিনীর স্বাধীনতার লড়াইয়ের। ভারত যুদ্ধে যোগ দেওয়ার মাত্র দুসপ্তাহের ভেতর আত্মসমর্পণ করে ঢাকা। মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ ধ্বনিতে শহরের পথ ঘাট আকাশ মুখরিত হয়। নারী-পুরুষ-বাচ্চা নির্বিবাদে সকলে বেরিয়ে আসে রাস্তায়। রাতভর আলো জ্বলে ঢাকা নগরীর ঘরে-ঘরে।

যুদ্ধের পটভূমিকা:

২০০ বছর অবিভক্ত ভারত বর্ষ শাসন করার পর বিদায় নেয় ব্রিটিশ। আর বিদায়ের আগে দ্বিজাতি তত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত করে যায়। জন্ম নেয় দুই স্বাধীন রাষ্ট্র ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের অর্ধেক হয় পশ্চিম পাকিস্তান, আর বাকি পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) ওপর শোষক হিসেবে আবির্ভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসক শ্রেণি।

আসলে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে একমাত্র ইসলাম ধর্ম ব্যাতীত অন্য কোন মিল ছিলনা। ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অবধি পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপর প্রভু-সুলভ মনোভাবের প্রতিফলন দেখা গেছে প্রতিমুহূর্তে। এমনকি ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খান এবং আইয়ুব খানের তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন সরকারি প্রচারমাধ্যমে বাঙালির প্রাণের চেয়ে প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম এর প্রচার নিষিদ্ধ করে দেন। দূরত্ব তৈরি হয়েছে উর্দুভাষী পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে। ক্রমেই উজ্জীবিত হয়েছে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদারের কুখ্যাত অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তানের সাথে বাংলাদেশের সন্মুখ সংঘাত শুরু হয়। গ্রেপ্তার হয় শেখ মুজিবুর রহমান। যুদ্ধ চলাকালীন বাংলাদেশ থেকে প্রায় এক কোটি রিফিউজি ভারতে এসে আশ্রয় নেয়। বলা যায় তখন থেকে ভারত পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে যায়। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিলেও ভারত সহযোগিতা করে মুক্তিযোদ্ধাদের।

১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে তৈরী করে যৌথবাহিনী। এরপরই নাটকীয়ভাবে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যেতে থাকে। ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরাকে কমান্ডের অধিনায়ক করা হয় এবং যৌথ কমান্ডের প্রধান হন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল শ্যাম মানেকষ। পাকিস্তান সরকার এই কারণে ২৩ নভেম্বর সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করে।

পাকিস্তান এই সময় এমন এক কৌশল গ্রহণ করে যা পরোক্ষভাবে ভারতকে ইন্ধন দেয় যুদ্ধে জড়িয়ে পড়ার। বিশ্বের সামনে ভাবমূর্তি উজ্জ্বল রাখতে চায় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধের রূপ দিতে চায়। এজন্য ৩রা ডিসেম্বর পাকিস্তান হঠাৎই হামলা চালায় ভারতের বিমান ঘাঁটি, অমৃতসর, পাঠানকোট, আগ্রা ও শ্রীনগর এর ওপর বিমান হামলা চালায়।

১৯৭১ সালের ৩রা ডিসেম্বর বিকেল। ভারতের ইস্টার্ন আর্মির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জ্যাক জেকব কে ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশ’র বার্তা পাঠান এই বিমান হামলার বিষয়ে। বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অবহিত করা হলে তিনি জেনারেল জেকবকে বলেন এর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে।শেষমেষ ভারত সিদ্ধান্ত নেয় যুদ্ধে প্রত্যক্ষ রূপে অংশগ্রহণের। আর ভারত যুদ্ধে অংশগ্রহণের অল্পসময়ের মধ্যেই পাকিস্তান আত্মসমর্পণে বাধ্য হয়।

পাকিস্তানিদের আত্মসমর্পণের এই ঐতিহাসিক দলিলটি স্বাক্ষরিত হয় রমনার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান), বিকাল ৪টা বেজে ১ মিনিটে। দলিলে স্বাক্ষর করলেন বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর পক্ষে চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, আর যুদ্ধরত পাকিস্তানি বাহিনীর পক্ষে পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী।

মুক্তিযুদ্ধে ভারত নিজেদের প্রায় ২৩০৭ সৈনিক হারায় আর আহত হয় প্রায় ৬১৬৩ জন। সেনাদের মধ্যে নিখোঁজ হন প্রায় ২১৬৩ জন। সমরাস্ত্রের মধ্যে ৭৩ টি ট্যাংক ও ৪৫ টি জঙ্গীবিমান খোয়া যায়। এটি সরকারি হিসাব , ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি। অনেক ক্ষতির সম্মুখীন হয়েও ভারত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এবং পেতে সাহায্য করেছিল তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।

Related posts

কি কি খাদ্য আপনাকে সুস্থ করে দিতে পারে কোভিড থেকে, আসুন জেনে নিন সেইটা সবে খাবারের ব্যাপারে

News Desk

১ টাকাতেও মেলে পেট্রোল! পৃথিবীর এই সমস্ত দেশে নামমাত্র মূল্যে পাওয়া যায় পেট্রোল

News Desk

ভোরবেলা ভূমিকম্পে জাপানে, কেপে উঠল অলিম্পিকের শহর, আতঙ্ক অলিম্পিক আসরে

News Desk