Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রেমিকার জন্য আইফোন (iphone) চেয়ে আবেদন সোনুর কাছে, কী বললেন অভিনেতা?

করোনা মহামারী চলাকালীন বলিউডের নানা তারকা নানা ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তবে এই বিষয়ে সব থেকে বড় ভূমিকা যিনি নিয়েছেন তার নাম সোনু সুদ। সোনু সুদ অগুন্তি পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া শুরু থেকে চিকিৎসার জন্য নিজের দায়িত্বে বিদেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট কিনে আনা , থেকে হসপিটাল বেড বা করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ , সব ক্ষেত্রেই নিজেকে উজাড় করে আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন পর্দার ভিলেন সোনু।

টুইটারে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ নানা ধরনের সাহায্যের জন্য শরণাপন্ন হন এই অভিনেতার। চেষ্টা করে পাশেও দাঁড়ান সোনু। তবে মাঝে মাঝে অদ্ভূত আবদার জানিয়েও আবেদন আসে তার কাছে। যেমন সম্প্রতি এক অনুরাগী আইফোন আবদার করে বসেন সোনুর কাছে তার বান্ধবীর জন্য। টুইটারের মাধ্যমে সোনু সুদের কাছে সেই ব্যাক্তি লেখেন, ‘ভাই আমার প্রেমিকা আইফোন চাইছে, আপনি কি কিছু করতে পারবেন?’

Sonu Sood replied on a person demanding iphone

অতিমারির সময় এই আজব আবদার পেয়ে রেগে যাননি অভিনেতা। উল্টে মজার উত্তর দিয়েছেন সোনুও। সোনু জবাবে লিখেছেন ,‘তোমার প্রেমিকার কি হবে জানি না। তবে যদি আমি আইফোন তোমার প্রেমিকাকে দিয়েও দি তাতে তোমার কোনও লাভ হবে না।’

সোনু এবং জনৈক ব্যাক্তির মধ্যের এই কথোপকথন ঘিরে মজাই পেয়েছেন নেটাগরিকরা। অনেকে আবার মন্তব্য বাক্সে নিজেদের নানা প্রয়োজনের কথা জানিয়েছেন সোনুকে।

গত বছর থেকেই এই অভিনেতা করোনা আতিমারির সময় নানা সত্যিকারের আবেদন নিয়ে সনুর কাছে পৌঁছেছেন। তবে মাঝে মধ্যে বহু প্রাঙ্কস্টারের আজব আবেদনও পান তিনি। অনেকেই মজা করে মালদ্বীপে ভ্রমনের প্যাকেজ , একটি গাড়ি, আরও ভাল ইন্টারনেট স্পীড এবং বিবাহের খরচ স্পন্সর করার মতো বিষয়গুলির জন্য সাহায্যের জন্য অনুরোধ করেছিল সোনুর কাছে।

Related posts

বন্ধুদের সাথে ব্যাচেলর পার্টি উদযাপন করতে গিয়ে বাথরুমে আটকে পড়লো কনে! তারপর…

News Desk

২৫ ডিসেম্বর: বড়দিন, যীশুখ্রিস্টের জন্ম, প্রথমবার হ্যালির ধূমকেতুর দর্শন আরো যা যা আজ ঘটেছিল

News Desk

দীপিকা পাড়ুকোনে কেন চেয়েছিলেন প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীরকে কন্ডোম উপহার দিতে! জানেন?

News Desk