Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শুরু হয়েছে পৌষ মাস! পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই মাসে নিয়ম মেনে পুজো করুন এই দেবতার

হিন্দুধর্ম মতে ক্যালেন্ডার এর প্রতিটি মাসেরই নিজস্ব গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। যেমন বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে শিবের ব্রত করলে বিশেষ ফল মেলে, অঘ্রান মাস কে বলা হয় বিষ্ণুর বিশেষ প্রিয় মাস। পৌষ মাসে তেমনই পুজো করা হয় এক দেবতাকে, সেই দেবতাকেই অর্পণ করা হয় পৌষ মাস। জানেন কোন দেবতা? সূর্যদেব! হ্যাঁ পৌষ মাস কে ভগবান সূর্যের উপাসনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূর্য শক্তির দেবতা। আমাদের পৃথিবীতে যত প্রাণ রয়েছে তাদের সকলের উৎস হল সূর্য। প্রতিদিন ভোরে উঠে সূর্য প্রণাম করে সূর্যর আরাধনা করলে দিন শুভ হয়। আর পৌষ মাসে তা বিশেষ লাভ দেয়।

এই বছর পৌষ মাস শুরু হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের ১৭ই ডিসেম্বর তারিখে যা আগামী বছরের অর্থাৎ ২০২২ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে। হিন্দু শাস্ত্রে বলা আছে যদি কোন ব্যক্তি নিয়ম মেনে পৌষ মাসে সূর্যের উপাসনা করে তাহলে তার সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ হয়। এছাড়াও

পৌষ মাস অনেক স্থানে পুষ মাস নামেও পরিচিত। এই মাসে শীত জাঁকিয়ে পরে। পৌরাণিক বিশ্বাস মতে, পৌষ মাসে ভগবান সূর্য এর উপাসনা করা উচিত। পৌষ মাসে সূর্যের ভাগা নামের রূপকে পুজোর প্রচলন আছে। এই মাসে যেমন পূর্ণ সূর্য কে পুজো করা তাকে অর্ঘ্য অর্পণ করা, তেমনই উপবাসের গুরুত্বও শাস্ত্রে উল্লেখ রয়েছে। বলা হয় পৌষ মাসে সূর্যদেবকে তিল এবং চালের খিচুড়ি অর্ঘ্য রূপে নিবেদন করা বিশেষ শুভ।

পৌষমাসে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন-

১) পৌষ মাস শীতকাল হলেও এই মাসে সূর্য ওঠার আগে সকালে ওঠার নিদান আছে শাস্ত্রে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য উদিত হলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। পৌষ মাসে সূর্যকে জল নিবেদন করলে মেলে দারুন শুভ ফল। সূর্যদেবকে নিয়মিত জল অর্পণ করলে আপনার তেজ বাড়বে।

২) সূর্যদেবকে জল নিবেদনের সময় একটি তামার পাত্র ব্যবহার করুন। সম্ভব হলে এই জলে জলের সঙ্গে লাল চন্দন মিশিয়ে নিবেদন করলে তার ফলও ভালো হয়।

৩) ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন ছাড়াও পৌষ মাসের প্রতি রবিবার গুড় দান করুন। এটি করলে সূর্যদেবও প্রসন্ন হন।

অর্ঘ্য নিবেদনের সময়ের সূর্য মন্ত্র:

সূর্য দেবকে অর্ঘ্য নিবেদনের সময় ওম আদিত্যয় নমঃ এই মন্ত্র জপ করতে হবে।

এছাড়া পৌষ মাসে এড়িয়ে চলুন কিছু কাজ। যেমন লবণ কম খান। এই মাসে বাদাম না খাওয়াই ভালো। চিনির পরিবর্তে গুড় সেবন করা ভাল। এর পাশাপাশি সেলারি, লবঙ্গ ও আদা খাওয়া উপকারী। এ ছাড়া পৌষ মাসে অতিরিক্ত তেল-ঘি না খাওয়াই ভাল।

Related posts

সোনা ও মূল্যবান সামগ্রীতে ভর্তি জায়গাটি এতদিন ছিল লোকচক্ষুর অন্তরালে! জানেন কোথায়?

News Desk

দেশের করোনা গ্রাফে আবারও সামান্য সস্তি, হ্রাস পেলো করোনা সক্রিয় রোগীর সংখ্যাও

News Desk

“আমার সাথে রাত কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ৩ তারকা” পর্নস্টারের বয়ানে চাঞ্চল্য

News Desk