Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কিছুক্ষণ ব্যাবহার করলেই গরম হয়ে যাচ্ছে স্মার্টফোন! জেনে নিন কী করবেন?

হঠাৎই কানের কাছে অনুভব হয় গরম ফোনে কথা বলতে বলতে। ছ্যাঁকা লাগার মতো প্রায়। কম বেশি প্রায় সব স্মার্টফোন ব্যবহারকারীদেরই হয় এই সমস্যা। নানা রকম ব্যাখ্যা আছে নানা লোকের এই ফোন গরম হয়ে যাওয়ার। একটানা বেশিক্ষণ ফোন ব্যবহার করার জন্য, কেউ বেশিক্ষণ চার্য দেওয়ার জন্য বলেন। কিন্তু ঠিক কী কারণে স্মার্টফোন গরম হয়?

তার শরীর থেকে রেডিয়েশন হয় ফোন ব্যবহারের সময়। তাই সামান্য গরম হওয়া অস্বাভাবিক নয়। সাধারণত, ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে স্মার্টফোন। তবে যদি ফোন ৪০ ডিগ্রি সেলসিযাসের বেশি গরম হয় অব্যবহৃত অবস্থাতেও তবে বুঝবেন, ফোনে সমস্যা আছে।

কম দামি ফোনেই কেবল নয়, কিন্তু এই সমস্যা ঘটে দামি ও নামী মোবাইল সংস্থার ফোনেও। আপনিও কি এমন সমস্যায় পড়েছেন কখনও? এমনটা হলে ব্যাটারিজনিত সমস্যা অনেকেই ধরে নেন। তাই স্মার্টফোন ব্যবহার করেন অনেকে ব্যাটারি বদলে। আবার বিশেষ গুরুত্ব দেন না কেউ বিষয়টাকে। কিন্তু ফোনে বিস্ফোরণও ঘটতে পারে এই সমস্যাকে অবহেলা করলে।

Second wife jailed for reading husband’s phone messages with first wife

ফোনের আয়ু কমে যায় স্মার্টফোনের অতিরিক্ত গরম হয়ে যাওয়াকে নিয়ন্ত্রণ করা না গেলে। তার প্রভাব পড়ে যন্ত্রাংশে কারণ ফোন গরম হলে। তাই আপনার স্মার্টফোনটি রক্ষা করতে চাইলে কী কী কারণে এই সমস্যা হয় জেনে নিন এবং কী করে এই সমস্যা এড়াবেন।

ফোনে চার্জ দেওয়ার নিয়ম:

আপনার মোবাইল ফোনটি কোনো ধরনের কাজ করবেন না চার্জে বসানোর সময়ে। কারণ এতে প্রবণতা বাড়ে ফোন গরম হওয়ার, যা ফোনে নানা সমস্যা দেখা দিতে পারে পরবর্তীকালে।

দুর্বল নেটওয়ার্ক:

নেটওয়ার্ক অটোমেটিক করে রাখবেন সার্চচিং অপশন মেনুয়ালি না করে। ফলে দুর্বল নেটওয়ার্ক পাবে যেখানে, ফোন মেনুয়ালি সার্চ করবে সেখানে নেটওয়ার্ক ভালো পাবার জন্য। সিম অপারেটরকে অধিক রিকুয়েস্ট পাঠাবে মেনুয়ালি সার্চ বলতে। কম বা বেশি নেটওয়ার্কেও আর সার্চ করবেনা অটোমেটিক রাখলে। তাছাড়া ইন্টারনেট না চালানোটাই ভালো হবে ইন্টারনেট গতি স্লো থাকলে। মোবাইল ফোন গরম হয় কম গতির ইন্টারনেটের কারনে। তাই ৩ জি বা ৪ জি ডাটা কিনে ব্যবহার করবেন ইন্টারনেট ব্রাউজিং করতে হলে।

অ্যাপের কারনে:

স্মার্টফোনে থাকবেই কম বেশী অ্যাপ ইন্সটল করা। কিন্তু আপনি জানেন কি, ফোন গরম হয় অপ্রয়োজনীয় অ্যাপের কারনেও। কারন,ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে থাকে অ্যাপগুলি বন্ধ থাকলেও এবং প্রোসেসরকে কাজের জন্য কমান্ড করে। যে অ্যাপ্লিকেশন গুলি ইন্সটল করা থাকে অনেক সময় স্মার্টফোনে, সেগুলি আপডেট ঠিকঠিক না রাখলে গরম হয়। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন সবার প্রথমে। অ্যাপ থেকে বের হয়ে আসুন বা বন্ধ করুন কাজ শেষ হলে। আর অ্যাপগুলো আপডেট রাখুন সব সময়।

Related posts

যার সাথে বিয়ে-যৌন সম্পর্ক হয়েছে সেই স্বামী আদতে নারী! বিয়ের ১০ মাস পর টের পেলেন স্ত্রী

News Desk

৭৩ দিনে সর্বনিন্ম সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা , ২ হাজারের নীচে দৈনিক মৃত্যু

News Desk

মিলনের সময় সঙ্গীর অজান্তেই কনডমে ফুটো করলেন মহিলা! সাজা শোনালো আদালত

News Desk