Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শুভ দীপান্বিতা! জানুন এবারের কালীপুজোর নির্ঘণ্ট ও শুভ যোগ! ৪টি গ্রহ অধিষ্ঠান করবে এক রাশিতে

দুর্গাপুজো আর তার পরে পরেই কোজাগরী লক্ষ্মী পূজা শেষ হলেই বাঙালির অপেক্ষা শুরু হয় শ্যামা পূজো বা কালী পূজার জন্য। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মা কালীর পুজোর চল আছে বাংলা এবং উড়িষ্যার বেশিরভাগ অঞ্চলে। এই কালীপুজোর আরেক নাম দীপান্বিতা কালীপুজো। বহু অবাঙালির মধ্যে এই কালীপুজোর দিন লক্ষ্মীপুজো করার ফল চল রয়েছে। এই দিন মোমবাতি প্রদীপ বা টুনি লাইট ইত্যাদির আলোয় ঘর বাড়ী সাজিয়ে নানা ধরনের আতশবাজি জ্বালিয়ে দীপান্বিতা কালীপুজো মহাসমারোহে উদযাপন করা হয়। বাংলার পাড়ায় পাড়ায় এই দিনে হয় মা কালীর পুজো। আমাদের এখানে যা কালীপুজো বাকি ভারতবর্ষে তাই দিপালী দিওয়ালি।

জেনে নিন ২০২১ এর দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পূজা নির্ঘণ্ট ও ও তারিখ

পুজোর তারিখ- আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার।

তিথি- সকাল ৬.০৩ মিনিট থেকে শুরু হয়ে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত।

লক্ষ্মীপুজোর দিন যেমন প্রতি বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা করা হয়। শ্যামাপুজোর দিনও বেশীর ভাগ অবাঙালির গৃহে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। অনেকে এই সময় লক্ষ্মীর সাথে সাথে গণেশেরও আরাধনা করেন। এই সময়টি অত্যন্ত শুভ। জ্যোতিষীদের মতে, এই বছর কালীপুজোর সময়ের অমাবস্যা তিথিতে চারটি গ্রহের অবস্থান থাকবে একই রাশিতে। এর কারণে কিছু মানুষের জন্য এই সময়কাল ভীষণ শুভ হতে চলেছে। জেনে নিন কাদের জন্য।

বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য জানাচ্ছেন, কালী পুজোর দিন, সূর্য, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই চারটি গ্রহেরই অবস্থান থাকবে তুলা রাশিতে। শুক্র হল তুলা রাশির ঈষ্ট গ্রহ। তাই এদিন লক্ষ্মীদেবীর পুজো করলে তা কার্যকরী হবে তুলা রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্রে বলা হয় শুক্রের প্রভাবেই জীবনে সুখ এবং আরামদায়ক জীবনযাত্রা মেলে।

অন্যদিকে সূর্যকে মনে করা হয় সকল গ্রহের অধিপতি। মঙ্গল গ্রহের অধিনায়ক এবং বুধকে গ্রহের রাজপুত্র বলে মনে করা হয়। এর সঙ্গে, চন্দ্রকে মানসিক সুস্থতার অধিপতি হিসাবে বিবেচনা করা হয়। অপরদিকে, সূর্যকে পিতা এবং চন্দ্রকে মাতা হিসেবে বিবেচনা করা হয়।

Related posts

মালাবদলের সময় ঘটল এমন এক ঘটনা যে রাগের চোটে আর বিয়েই করল না কনে

News Desk

২১শে ডিসেম্বর: তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার এবং যা কিছু এই দিনকে স্মরণীয় করে রেখেছে

News Desk

জানেন কি যৌন ক্ষমতা বাড়াতে ছোলা মারাত্বক ভাবে কার্যকরী?

News Desk