Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শেষ ৭ দিনের লড়াই! মারা গেলেন কপ্টার দুর্ঘটনার শেষ জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

গত ৮ই ডিসেম্বর থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন কুন্নুর কপ্টার দুর্ঘটনার একমাত্র জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। সাত দিনের মৃত্যুর সাথে পাঞ্জা কষে অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। ভারতীয় বায়ু সেনার তরফে টুইট করে আজ বুধবার এই খবর নিশ্চিত করা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরির কুন্নুরের ঘন জঙ্গলে ভেঙে পড়ে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত ও ১২ জন সেনা আধিকারিক। সেই দুর্ঘটনায় বাকি ১৩ জন মারা গেলেও ভাগ্যক্রমে রক্ষা পেয়েছিলেন কপ্টারে উপস্থিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। ৪৫ শতাংশ বার্ন নিয়ে হসপিটালে চিকিৎসা চলছিল তাঁর।এরপরে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আরো ভালো চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তামিলনাড়ুর ওয়েলিংটন থেকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরে। কিন্তু সেই লড়াই শেষ হল তার।

আইএএফ ট্যুইট করে লিখেছেন ভারতীয় বায়ুসেনা ভীষণ দুঃখের সঙ্গে জানিয়েছেন যে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং চিকিৎসা চলাকালীন আজ মারা গেছেন। তিনি ৮ ডিসেম্বর ২০২১-এ কপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত ছিলেন। এয়ারফোর্স অফিসাররা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের পাশে সদা সর্বদা আছেন।

গত ৮ই ডিসেম্বর সুলুর এয়ারবেসে স্ত্রী সহ জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তাঁর কাঁধে দায়িত্ব ছিল, জেনারেল রাওয়াতকে ওয়েলিংটন কলেজের অনুষ্ঠান অবধি পৌঁছে দেওয়া। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজেরই ডাইরেক্টিং স্টাফ হিসেবে কর্মরত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। কিন্তু ওয়েলিংটনে পৌঁছনোর আগেই ভয়াবহ কপ্টার ক্র্যাশ!

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং উত্তরপ্রদেশের দেওরিয়ার খোরমা কানহোলি গ্রামের বাসিন্দা ছিলেন। বেঙ্গালুরুর আর্মি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বরুণ সিং গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের ব্যাচমেট ছিলেন। বরুণ সিং একসময় মাঝ আকাশে অকেজো হয়ে যাওয়া এক বিমান ল্যান্ডিং করিয়েছিলেন অনায়াসে! ২০২০ সালের ঘটনা। ১২ই অক্টোবরে ইন্ডিয়ান এয়ার ফোর্সের তেজস বিমান ওড়াবার সময়, সেটি হঠাৎ বিকল হয়ে যায় মাঝ আকাশে। প্রায় ১০ হাজার ফুট উচ্চতা থেকে আস্তে আস্তে দক্ষতার সাথে সেই বিমানকে নীচে নামিয়ে নিয়ে আসেন বরুণ। কিন্তু, দুর্ভাগ্য এবারে সেই সুযোগ পাননি। ৮ ডিসেম্বর গন্তব্য থেকে সামান্য দূরেই হঠাৎই বায়ুসেনার সুরক্ষিত Mi-17 v5 কপ্টার সটান গিয়ে আছড়ে পড়ে নীলগিরির বুকে!

Related posts

৮ মাসের গর্ভবতী মহিলাকে পিষে দিল ডাম্পার, পেটে চাপ পড়ায় বেরিয়ে এলো গর্ভস্থ শিশু!

News Desk

পাকিস্তানের জয়ে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস, স্ত্রী-শ্বশুরবাড়ির উপর রাগে চরম পদক্ষেপ স্বামীর

News Desk

করোনা জয়ীদের টিকা প্রদানে নয়া নির্দেশিকা। জানুন কত মাসের জন্যে টিকায় না!

News Desk