Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সংক্রমন কমায় রাজ্যে বিধি নিষেধে শিথিলতা, ঘোষনা মুখ্যমন্ত্রীর

বর্ধিত সংক্রমনের কারণে রাজ্যের লকডাউন বাড়ানো হয়েছিল ১৫ই জুন পর্যন্ত। তবে গত কয়েকদিনে আশা জাগিয়ে কমেছে রাজ্যে করোনার সংক্রমন। হ্রাস পেয়েছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় রাজ্যে ১৬ই জুন অবধি বিধি নিষেধ জারি থাকলেও শিথিলতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংক্রমন কমায় রাজ্যে বিধি নিষেধে শিথিলতা, ঘোষনা মুখ্যমন্ত্রীর

কার্যত রাজ্যে জারি লকডাউন বিধিতে নতুন কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে উল্লেখযোগ্য খুচরো বা রিটেলের দোকান।

আজও নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান,”আমাদের কাছে কিছু অনুরোধ এসেছে। যেমন বইয়ের দোকান, খুচরো দোকান ইত্যাদি। এরকম আরও কিছু দোকান আছে। আগেই শাড়ি এবং গয়নার দোকান ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা রাখছিলাম। এখন থেকে তার সঙ্গে যুক্ত হবে খুচরো দোকান।”

এছাড়া আইটি সেক্টরে ১০ শতাংশ লোক নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এর পাশাপাশি নির্মাণ সংস্থার সাথে যুক্ত কর্মীদের ভ্যাকসিন দিয়ে এবং মাস্ক ও সামাজিক দূরত্বের বিধি মেনে কাজ করার অনুমতি প্রদান করেছেন তিনি। কিন্তু আপাতত বন্ধই থাকছে ট্রেন, বাস, মেট্রো ইত্যাদি গণ পরিষেবা।

রাজ্যে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কার্যত লকডাউন জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুফলও মিলেছে তার ফলে। গত বেশ কিছুদিন ধরে দিন প্রতিদিন কমেছে সংক্রমণ।

এখনও অবধি রাজ্যে ১ কোটি ৪১ লাখ করোনা টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসে রাজ্য আরও ১৮ লাখ ভ্যাকসিন রাজ্য কিনেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Related posts

ইউক্রেনে যুদ্ধক্ষেত্র থেকে নিজের বাবা মাকে বার্তা সৈনিকের! ভিডিও দেখলে চোখে জল আসবে

News Desk

দুর্গা পুজো চলাকালীন মেনে চলুন বাস্তুর এই টোটকাগুলি, দূর হবে পারিবারিক সমস্যা, বাস্তু দোষ

News Desk

পশ্চিমবঙ্গে বিনিয়োগের সিদ্ধান্ত ফ্লিপকার্ট -এর , বহু কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে

News Desk