Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়ের কার্ডের লিঙ্কে ক্লিক করলেই নিমন্ত্রিতদের সামনে খুলছে নীল ছবির দুনিয়া! হতবাক কনে

বিয়ের অনুষ্ঠান নামানো চারটি খানি কথা নয়। সুনিপুন ভাবে আয়োজন করতে হয়। তার জন্য আয়োজনও করতে হয় অনেক কাঠখড় পোড়াতেও হয়। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব দের নিমন্ত্রণ করে ডাকা এবং তাঁদের থাকা, খাওয়ার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা করা সব কিছুই থাকে এর সাথে বিয়ের সব সরঞ্জামের জোগাড় করা এমন অনেক কাজ থাকে। বেশ কদিন ধরেই এক যুবতী এই সমস্ত কাজ করছিলেন। যদিও অতিথি নিমন্ত্রণ করতে গিয়ে এক বিপত্তির কারণে বেজায় অস্বস্তিতে রয়েছেন তিনি। নিজের ভুলের কারণেই যদিও এই অস্বস্তিতে পড়েছেন তিনি। সব কথা সোশ্যাল মিডিয়াতেও নিজেই জানিয়েছেন। যা শুনে বেশিরভাগ নেটিজেন হতবাক।

এক হোটেল ভাড়াও করেছিলেন বিয়ে উপলক্ষ্যে। বিয়ের অনুষ্ঠানও সেখানেই হওয়ার কথা ছিল। এর পাশাপাশি নিমন্ত্রিতদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, বিয়ের জন্য এক ওয়েবসাইট লিংক ও দেওয়া হয়। তিনি সেই ওয়েবসাইটের লিঙ্ক পাঠাতে চেয়েছিলেন আমন্ত্রিতদের।থাকার ঘর, হোটেলের ঠিকানা, বিয়ের সময়সূচি সবকিছুই এক ক্লিকে পেয়ে যাবেন আমন্ত্রিতরা সেই উদ্দেশ্যেই লিংক পাঠানো হয়েছিল। ফলে তার বিয়েতে থাকতে কারও কোনও অসুবিধাই হবে না। যাতে কোনও অতিথি কোনও অসুবিধায় না পড়েন।

যদিও বিয়ের ওয়েব সাইট লিংক পাঠাতে গিয়ে অন্য এক লিংক পাঠিয়ে বসে আছেন তিনি। যে লিঙ্ক তিনি পাঠিয়েছেন, তাতে ক্লিক করলেই পর্ন ওয়েবসাইট খুলে যাচ্ছে। বিয়ের ওয়েবসাইটের বদলে বিয়ের সব আমন্ত্রিতদের কাছেই পর্ন ওয়েবসাইটের লিঙ্ক পৌঁছে গিয়েছে। এই ভুলই তাঁর অস্বস্তি বাড়িয়েছে।

টিকটক ভিডিয়োয় গোটা ঘটনার কথাই জানিয়েছেন ওই যুবতী। তবে এই ভুল ইচ্ছাকৃত নয় সে ব্যাপারেও তিনি জানিয়েছেন। কয়েক লক্ষ বার তাঁর আপলোড করা সেই ভিডিয়ো দেখা হয়েছে। বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে আমন্ত্রিতদের কাছে সেই ভুল শুধরে সঠিক লিঙ্ক পরে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন ওই ভিডিয়োয়।

Related posts

খুনের আসামিকে বিয়ে করতে গিয়েছিল কনে, বিয়ের দিন তার হাতেই নির্মম পরিণতি!

News Desk

শপিং মলে বাজছে দুঃখের গান! এই কারণেই গোটা মল জুড়ে তাণ্ডব চালালেন মহিলা, তারপর…

News Desk

বউয়ের সাথে বাসর ঘরে থাকার জন্য জেদাজেদি আত্মীয়দের! আত্মঘাতী সদ্য বিবাহিত স্বামী

News Desk