Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অন্তর্বাসে জ্বলন্ত কাঠ ঢুকিয়ে স্টান্ট দেখানোর চক্করে যা হল! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বাংলায় একটা প্রবাদ আছে, আগুন নিয়ে খেলবেন না। কিন্তু অনেকেই তোয়াক্কা না করে আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে বিপদের মুখে পড়েন। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আসলে সোশ্যাল মিডিয়ায় যুগে ‘সম্ভব নয়’ এ কথা বলতে গেলে একটু ভাবতে হয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নানান ঘটনার সমাহার দেখা যায়। সেসব ভিডিও কখনো বিনোদন জোগায়, কখনো হাসায় কখনো কাঁদায় কখনো আবার অবাক করে।সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা বেশ আশ্চর্যজনক।

অল্পের জন্য রক্ষা পেলেও আগুন নিয়ে খেলাটা যে কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেলেন এক ব্যক্তি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতে ধরা রয়েছে একটি জ্বলন্ত কাঠ। স্টান্ট দেখানোর চক্করে জ্বলন্ত কাঠটিকে অন্তর্বাসের ভিতরে সোজা চালান করে দিলেন তিনি। পাঁচ সেকেন্ড মতো অন্তর্বাসের ভিতরে জ্বলন্ত কাঠটি রাখার পর সেটি বার করে অন্তর্বাসের ভিতরে উঁকি মারতেই ওই ব্যক্তির মুখের চেহারা বদলে যায়।

তত ক্ষণে তিনি উপলব্ধি করতে পেরেছেন যা হওয়ার হয়ে গিয়েছে। এর পরই বিকট চিৎকার করতে শুরু করেন তিনি। স্টান্ট করে লোকেদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই আতঙ্কের চেহারা নেয়। ঘটনাটি অবশ্য কোথাকার তা জানা যায়নি।।

Related posts

আবারও দূর্ঘটনা মা উড়ালপুলে: ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল দুরন্ত গতির গাড়ি

News Desk

এক সরস্বতী পুজোর রাতে হঠাৎই ঘুমের মধ্যে চিৎকার! এক রাতে বদলে গেল কুলপির যুবকের জীবন

News Desk

কুকুরকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে গোটা বিজনেস ক্লাসের টিকিট কেটে নিলেন এক ব্যাক্তি! কত খরচ হল জানেন

News Desk