Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সৎ বাবার সাথে প্রেম, পথের কাঁটা মাকে কুপিয়ে হত্যা করলো ২১ বছরের মেয়ে

মা বিয়ে করেছেন আর সেই সৎ বাবার প্রেমে হাবুডুবু খাচ্ছে মেয়ে। তাই পথের কাঁটা মা কে সরিয়ে ফেলতে তাঁকে কুপিয়ে খুন করলেন মেয়ে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুতে। জানা গেছে মৃত মহিলার নাম অর্চনা রেড্ডি। বয়স ৩৮ বছর। এই খুনের ঘটনায় মৃত অর্চনা রেড্ডির ২১ বছর বয়সি কন্যাকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। মাকে খুন করতে ওই তরুণী তার সৎ বাবার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ। উল্লেখ্য, পুলিশ জানিয়েছে এই সৎ বাবার সঙ্গেই প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়েছিল অভিযুক্ত ২১ বছর বয়সি তরুণী।

জানা গিয়েছে মেয়ে যুবিকা রেড্ডির সাথে তার মাযের সম্পর্ক খুব একটা যে মধুর ছিল তা নয়। এরই মাঝে কিছুদিন আগেই যুবিকা রেড্ডির মা অর্চনা তাঁর দ্বিতীয় স্বামীর নামে পুলিশে অভিযোগ দায়ের করেন। অর্চনার দ্বিতীয় স্বামীর নাম ছিল নবীন। সে জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করে। অর্চনা নিজের যুবতী মেয়ের সাথে দ্বিতীয় স্বামীর প্রণয়ঘটিত সম্পর্ক আঁচ করে স্বামীর নামে পুলিশে অভিযোগ দায়ের করতেই মাকে রাস্তা থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে যুবিকা। যুবিকা সেই সময় নবীনের সাথেই বাস করছিল।

অপরদিকে মেয়ে যুবিকার অভিযোগ, মা অর্চনা রেড্ডি যুবিকার বাড়িতে দুই জন গুণ্ডা পাঠিয়েছেন হুমকি দিতে। এরপরই সৎ বাবার সঙ্গে মিলে অর্চনাকে মেরে ফেলার পরিকল্পনা করে যুবিকা। জানা গিয়েছে অর্চনাকে ডিভোর্স দিয়ে নবীন তার সৎ মেয়ে যুবিকার সাথে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। করোনাকালে লকডাউনে জিম বন্ধ থাকায় নবীন অর্চনার টাকাতেই থাকতো, এবং প্রেম করেছিল যুবিকার সঙ্গে। জানা গিয়েছে, যুবিকা একজন মডেল হবার ইচ্ছে প্রকাশ করত আর সৎ বাবা নবীন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে তাকে সাহায্য করবে। এদিকে নিজের মেয়ের সাথে দ্বিতীয় স্বামীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে অর্চনা যুবিকাকে সতর্ক করেন যে নবীনের সঙ্গে সে যদি ভবিষ্যৎ পরিকল্পনা করে তাহলে তাঁর চল্লিশ কোটি টাকার সম্পত্তির থেকে কিছু পাবে না। তা সত্ত্বেও নিজের সৎ বাবা নবীনের প্রেমে অন্ধ হয়ে নিজের মাকেই খুন করে যুবিকা।

Related posts

জনপ্রিয় যৌন কর্মীর অ্যাকাউন্ট বন্ধ করে দিল ব্যাঙ্ক! কি কারণে এমন সিদ্ধান্ত?

News Desk

স্তন্যপানের সময় প্রেমিকের সাথে ফোনে ব্যাস্ত মায়ের স্তনবৃন্তে কামড় একরত্তির! বালিশ চাপা দিয়ে খুন মায়ের

News Desk

আজ মহান বিজয় দিবসের ৫০ বছর! জানুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে রূপ নিল ভারত পাকিস্তান যুদ্ধের

News Desk