Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পাশে থাকার বার্তা। ভারতকে ভেন্টিলেটর পাঠাচ্ছে এই দেশ।

ভারতের করোনা পরিস্থিতি ধারণ করেছে ভয়াবহ আকার। এমন অবস্থায় ভারতের পাশে দাড়ালো ইউরোপীয় ইউনিয়ন (European Union)। ভারতকে ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোর সিদ্ধান্ত নিলো ইংল্যান্ডও। 

ভারতের পাশে দাড়ানোর বার্তা আগেই দিয়েছিল ইংল্যান্ড। এবার মারাত্বক পরিস্থিতি সামলাতে ভারতকে তারা ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেনট্রেটরও পাঠাচ্ছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, ইজরায়েল এবং জার্মানিও ভারতকে সহায়তার আশ্বাস দিয়েছে।

প্রথম পর্যায়ে ভারতকে ১৪০টি ভেন্টিলেটর সাপ্লাই দিচ্ছে ইংল্যান্ড। এছাড়া আরও ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানোরও কথা আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘করোনার সাথে লড়াইতে ভারতকে সবরকমভাবে সহায়তা করতে প্রস্তুত ইংল্যান্ড। বিশ্বকে করোনা মুক্ত করতে যা দরকার সেই সমস্ত পদক্ষেপই নেবে ইংল্যান্ড।‘

কিন্তু ভারতের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসায় এদিন সরকারিভাবে ভারত সফর বাতিল হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারকে। প্রসঙ্গত এই বছরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লীর তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। কিন্তু জানুয়ারিতে ইংল্যান্ডে করোনা নতুন স্ট্রেনের কারণে লকডাউন জারি হয়। ভারত সফরও বাতিল করতে হয় ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, ইংল্যান্ডের এমন অবস্থায়  নিজের দেশ ছেড়ে আসতে পারছেন না তিনি। পরিস্থিতির উন্নতি হলে তবেই ভারতে আসবেন তিনি। এর পরে ব্রিটেনে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এপ্রিলে ভারত সফরে আসার ইচ্ছা প্রকাশ করেন বরিস। কিন্তু আবারও বাধ সাধলো করোনা।

Related posts

৯ স্ত্রীকে তৃপ্তি করতে রয়েছে মাসের ‘সেক্স রুটিন’! কিভাবে মেনে চলেন এই মডেল

News Desk

২৩ বছর বয়সেই এই মেয়ের হাতে এত চাকরি! এখনও অবধি ২২ জায়গা থেকে ইস্তফা দিয়েছেন!

News Desk

জানেন কি Amazon-এরই রয়েছে আরেকটি ওয়েবসাইট! অনেক দামে পাওয়া যায় দরকারি সব সামগ্রী

News Desk