Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
Uncategorized

বারুইপুরে ১০০ শয্যার করোনা হাসপাতাল। কবে চালু হবে পরিষেবা?

১০০ শয্যার করোনা হাসপাতাল বারুইপুরে চালু হল। রোগী ভর্তি হতে পারবেন এই হাসপাতালে ৩রা মে থেকেই । ২রা মে বিকেলে জেলাশাসক অন্তরা আচার্য কোভিড হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন । জেলাশাসক বারুইপুর করোনা হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো খতিয়ে দেখেন ।

তাঁর সঙ্গে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের অনেকে উপস্থিত ছিলেন । সেখানেই জানানো হয়, ৩রা মে থেকেই বারুইপুর হাসপাতালে ভর্তি হতে পারবে করোনা আক্রান্ত রোগীরা ।

যদিও এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে হবে তাঁদের সরকারি বিধি মেনেই। এই করোনা হাসপাতালে কয়েকদিনের মধ্যেই অতিরিক্ত ২০ HDU শয্যা চালু হবে । অক্সিজেনের ঘাটতি এই মুহূর্তে জেলাতে নেই  বলেই দাবি করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতর অক্সিজেন মজুতদাতা, ডিলার পয়েন্ট ও মেডিক্যাল স্টোর গুলিতে নজরদারি চালাচ্ছে । কালোবাজারি রুখতে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জানা গিয়েছে, প্রায়শই দেখা যাচ্ছে করোনা রোগীর মৃতদেহ  দীর্ঘক্ষন পড়ে থাকছে, তার জন্য এবার প্রতিটি মহকুমায় একটি করে শববাহী গাড়ির ব্যবস্থা করবে জেলা স্বাস্থ্য দফতর। এছাড়াও জেলাশাসক অন্তরা আচার্য, বারুইপুর কীর্তনখোলাতে একটি ‘করোনা চুল্লি’ করা হবে বলে জানান ।

প্রতিদিন বারুইপুর মহকুমা জুড়ে যেভাবে  কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তা উদ্বেগজনক। এই অবস্থায় কোভিড চিকিৎসার পরিকাঠামো তৈরি হওযায়, বারুইপুর মহকুমা হাসপাতালে, খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে মারা গিয়েছেন অনেকেই উপযুক্ত চিকিৎসার অভাবে । এইরকম পরিস্থিতিতে খুবই প্রয়োজন ছিল হাসপাতালের বলে অভিমত স্থানীয় বাসিন্দাদের।

Related posts

ডাল-ভাত-রুটি, কাকভোরে ঘুম থেকে ওঠা, জেলে কেমনভাবে দিন কাটছে শাহরুখ পুত্রের

News Desk

বছরে একবার ১২ টাকা বিনিয়োগ করলে পেতে পারেন ২ লক্ষ টাকার সুরক্ষা। জানেন কেন্দ্রীয় সরকারের এই স্কিম?

dainikaccess

মৃত্যুর দেড় বছর পরেও ঘরেই রাখা আয়কর কর্মকর্তার মরদেহের! কারণ শুনলে চমকে উঠবেন

News Desk