বাস্তুর শাস্ত্রে যে কয়েকটি জিনিস সবচেয়ে গুরুত্ব পায় তার মধ্যে অন্যতম রান্নাঘর। বাড়ির রান্নাঘরটি একেবারে নির্দিষ্ট এবং উপযুক্ত স্থানে তৈরি করা যেমন দরকারী তেমনই দরকার রান্নাঘরে মজুত কিছু সামগ্রীর দিকে খেয়াল রাখা। কারণ বাস্তু মতে একটি পরিবারের সৌভাগ্যের সাথে জড়িয়ে থাকে রান্না ঘরের বাস্তু তন্ত্র। তাহলে জেনে নেওয়া যাক রান্নাঘরের বাস্তু তন্ত্রের সাথে সম্পর্কিত এমন চারটি জিনিস যেগুলি আপনার রান্নাঘরে অবশ্যই উপস্থিত থাকা দরকার। বলা হয় রান্নাঘরে বাকি সব জিনিসের মধ্যে এই চারটি জিনিস এতটাই বেশী গুরুত্বপূর্ণ যে এই ৪টি জিনিস কখনো আপনি আপনার রান্নাঘর থেকে কোনোভাবেই ফুরিয়ে যেতে দেবেন না। সামান্য পরিমাণে হলেও এই চারটি জিনিস আপনার রান্নাঘরে যেন অবশ্যই থাকে। কেননা বাস্তু অনুযায়ী যদি এই চারটি জিনিসের মধ্যে যদি কোন একটি জিনিস ফুরিয়ে যায় তাহলে মনে করা হয় যে আপনার জীবনে ও পরিবারে অর্থনৈতিক সমস্যা নেমে আসছে। জেনে নিন কি কি জিনিস…
১. প্রথমত হল আগুন- অত্যন্ত শুভ একটি জিনিস হল আগুন। আমরা প্রত্যেকেই এখন গ্যাসে রান্না করি তাই অন্য আরেকটি গ্যাস সিলিন্ডার আনিয়ে রাখুন বাড়িতে গ্যাস শেষ হওয়ার আগেই, যাতে সেখানে শূন্যস্থান পূরণ করার মত একটি বিকল্প থাকে তা শেষ হওয়ার আগেই। আগুন আপনার রান্নাঘরে সব সময় যদি উপস্থিত থাকে তাহলে আপনার জীবনে কখনো অর্থ সমস্যা দেখা দেবে না।
২. দ্বিতীয় টি হল হলুদ- যেমন অত্যন্ত একটি শুভ জিনিস হলুদ তেমন আয়ুর্বেদিক গুণ প্রচুর হলুদের। হলুদের গুণের শেষ নেই এন্টিসেপটিক হিসেবে। আর যদি আপনার রান্নাঘরে এই হলুদ শেষ হয়ে গিয়ে থাকে তাহলে সমস্যা নেমে আসতে পারে আপনার জীবনের। তাই হলুদ এনে রাখুন ফুরিয়ে যাওয়ার আগেই, কখনো আপনার রান্নাঘর থেকে হলুদ ফুরিয়ে যেতে দেবেন না।
৩. তৃতীয় জিনিসটি হলো চাল- আমরা মা ঠাকুমাদের অনেক সময় বলতে শুনে থাকি যে চাল নেই এই কথাটি বলতে নেই, তারা সেই পরিবর্তে চাল বাড়ন্ত কথাটি ব্যবহার করেন। তাই চাল আনিয়ে রাখুন চাল বাড়ন্ত হবার আগেই। কখনো চালের কৌটো শূন্য হতে দেবেন না আপনার ঘরে। তাহলেই জীবনে সমস্যা নেমে আসতে পারে আপনার।
৪. চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ জিনিসটি হল নুন- আমাদের প্রত্যেকের রান্নাঘরেই নুন থাকে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রান্নায় নুন এর ভূমিকা। এছাড়াও নুন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস রান্নাঘরের। তাই নুন কখনো ফুরিয়ে যেতে দেবেন না আপনার রান্নাঘর থেকে। সেখানে অন্য আরেকটি নুন এর প্যাকেট ফুরিয়ে যাওয়ার আগেই কিনে রাখুন, যাতে আপনার জীবনে সমস্যা দেখা দিতে না পারে।