Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গঙ্গায় নামবেন না, জলও খাবেন না, মালদহে মাইকে সচেতন বার্তা প্রচার।

বিহার ও উত্তর প্রদেশের থেকে ভেসে আসা মৃতদেহ মালদা দিয়ে প্রবেশ করতে পারে এই রাজ্যে এমন সম্ভাবনায় আগেই তৈরী হয়েছিল আতঙ্ক। গঙ্গায় ভেসে আসা মৃতদেহ থেকে ছড়াতে পারে সংক্রমন এই কারণে কপালে ভাঁজ পরেছে প্রশাসনেরও। তাই যাতে ভেসে আসা মৃতদেহ থেকে আসে পাশের এলাকায় সংক্রমন না ছড়ায় তার জন্যে পদক্ষেপও গ্রহণ করেছে।

উত্তরপ্রদেশ-ও-বিহারে-ভাসিয়ে-দেওয়া-মৃতদেহ-পৌঁছল-মালদার-গঙ্গা-ঘাটে

সংক্রমণ এড়িয়ে যেতে গঙ্গার আশপাশেও না ঘেঁষতে পরামর্শ দেওয়া হচ্ছে। গঙ্গা থেকে দূরে থাকার জন্যে প্রচার করা হচ্ছে মালদহের মানিকচকে। শুক্রবার থেকে মালদার মানিক চকের স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে মাইকে করে প্রচার করে স্থানীয় প্রশাসন।

গত কয়েকদিন গঙ্গায় ভেসে থাকা শয়ে শয়ে করোনা মৃতদেহ মানুষের মনে কম্পন ধরিয়েছে। মৃতদেহ ভেসে আসা নিয়ে চিন্তাও বেড়েছে। মালদার মনিকচক ঘাটে এই মৃতদেহ ভেসে আসার সম্ভাবনায় স্থানীয় প্রশাসনের তরফে বিভিন্ন সতর্কতামূলক উপায় হিসাবে গঙ্গায় স্নান বা গঙ্গার জল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা জেলা প্রশাসনও গোটা ঘটনা নিয়ে প্রশাসন নিজেদের মতো করে তৎপর হয়েছে। মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল মণ্ডল এ সম্পর্কে জানিয়েছেন, এলাকাবাসীকে সতর্ক করতে তিনি নিজস্ব উদ্যোগে এলাকায় এলাকায় মাইকে প্রচার করিয়েছেন।

Related posts

কেন স্ত্রী ফেসবুকে এত ব্যাস্ত! চূড়ান্ত আকার নিল দাম্পত্য কলহ! পরিনতি মর্মান্তিক

News Desk

স্ত্রীর সঙ্গে ঝগড়া! ৩০ জন বন্ধুকে বউয়ের মোবাইল নম্বর বিলালেন স্বামী, তারপর যা ঘটল…

News Desk

অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্য ঘিরে শোরগোল; মন্তব্য প্রত্যাহার করতে রামদেবকে চাপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

News Desk