Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনায় কর্মহীনদের জন্য বিশেষ ভাতা চালু করল মোদী সরকার! আবেদন কিভাবে করবেন জেনে নিন

কোম্পানি গুলো কোভিডের সময় এতো কম রিভেনিউ কামিয়েছিল যে বেশিরভাগ কোম্পানি কর্মী চাটাইতে বিশ্বাস করতে শুরু করে। যে কারণে হঠাৎ করেই চাকরি হীন মানুষের সংখ্যা বেড়ে যায়। প্রায় প্রত্যেক জায়গায় করোনা মহামারীর জন্য আংশিক ভাবে লকডাউন। এরকম লকডাউনের জেরে বড়ো বড়ো কোম্পানি গুলোর ব্যবসায়ী প্রচুর ঘাটতি দেখা দিয়েছে। তার প্রভাব কর্মচারীদের উপরেই পড়ছে সরাসরি। আর এভাবেই প্রচুর মানুষ কাজ হারাচ্ছেন আর যারা কাজ করছেন তারাও ভয় পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের এক অভিনব স্কিম আছে এদের জন্য। এই লকডাউনের সময়ে চাকরি হারানো মানুষরা যদি কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে অন্তর্ভুক্ত হন তাহলে আপনার বেতনের প্রায় ৫০ শতাংশ টাকা পাবেন মাস গেলে। এই প্রকল্পটির নাম ‘অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা’। এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন বা ইএসআই যার পরিচালক।

ইতিমধ্যেই নিজেদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করেছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। এমনিতে সময় ছিল ৩০ জুন ২০২১ অবধি প্রকল্পে নাম নথিভুক্ত করার, তবে ফের একবার এই প্রকল্পের আবেদনের মেয়াদ ৩০ জুন ২০২২ অবধি বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার চাকরিহারা কর্মীদের অসুবিধার কথা মাথায় রেখে।

কোনও ব্যক্তির যদি চাকরি চলে যায় এই স্কিমের আওতায় তবে , কেন্দ্রীয় সরকার ওই ব্যক্তিকে দু’বছর ধরে প্রতিমাসে আর্থিক সাহায্য দেবে।

জানা যাচ্ছে সেই ব্যক্তির শেষ ৯০ দিনের গড় আয়ের ২৫ শতাংশ দেবে সরকার।

১) এক্ষেত্রে আবেদন করতে পারবেন মূলত সংগঠিত ক্ষেত্রের বেসরকারি প্রতিষ্ঠানের কর্মহারা কর্মীরা। অর্থাৎ যার প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই প্রতি মাসে কাটা হত এমন কর্মী।

২) এক্ষেত্রে তথ্য দিয়ে আবেদন করা যাবে সংস্থার কার্ড থাকলেই।

৩) মনে রাখবেন এই সুবিধা পাবেন না স্বেচ্ছা অবসর নেওয়া কর্মী, কোন ভুল কাজের জন্য কোম্পানি থেকে চাকরি হারানো কর্মী এবং এমন কর্মীর যাদের নামে মামলা আছে তারা।

৪) মাসিক বেতন হতে হবে ২১ হাজারের নিচে

প্রকল্পের সুবিধা পেতে গেলে।

কিভাবে করবেন আবেদনঃ

কাজ হারানো কর্মীকে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা-র ফর্মটি ডাউনলোড করতে হবে ইএসআইসি-র ওয়েবসাইটে গিয়ে ।

• ফর্ম ডাউনলোডের লিঙ্কঃ
https://www.esic.nic.in/attachments/circularfile/93e904d2e3084d65fdf77932

• ফর্ম পূরণের পর সেটি জমা দিতে হবে নির্ধারিত ইএসআই শাখায়। এছাড়া নোটারিকে দিয়ে হলফনামা লেখাতে হবে একটি কুড়ি টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এবং ফর্মের সাথেই সেটি জমা দিতে হবে।

Related posts

করোনাকালে আশ্বাস মোদির , জেনে নিন কি আশ্বাসের কথা বললেন তিনি ?

News Desk

কোভিড টেস্টের বিল হাতে পেয়ে চক্ষু চড়কগাছ স্বামী স্ত্রীর! খরচ হয়ে গেছে নাকি ৪০ লক্ষ টাকা

News Desk

রোজ একটু তালমিছরি খেলে হবে বহু সমস্যার সমাধান! এত উপকারী জানলে অবাক হবেন!

News Desk