Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

মোবাইলে বুঁদ থাকেন? সাবধান! সারাজীবনের জন্য হারাতে পারেন যৌন সক্ষমতা

মোবাইল ফোন ছাড়া বর্তমান যুগে চলা যায় না। কিন্তু আধুনিক সভ্যতার দান এই মোবাইল ফোন (Mobile Phone) যেমন জীবনযাত্রা সহজ করেছেন তেমনই ডেকে এনেছে কিছু এমন বিপদ যা কাম্য নয়। মোবাইল ফোন আমরা সর্বদাই সেখানেই রাখি বুক পকেট হোক কিংবা প্যান্টের পকেট। আর বড়সড় সমস্যায় পড়তে চলেছেন পুরুষরা এই ভুল অভ্যাসের ফলে। মোবাইল ফোনের সামান্য এই ভুল পুরুষদের জন্য জীবনে মহা বিপদ ডেকে আনে । কিন্তু এটা জানেন কি এই ভুলের কারণেই চিরতরে হারাতে পারেন আপনি আপনার যৌনক্ষমতা (Sexual Ability) , হ্যাঁ মোবাইল ফোনের সামান্য এই ভুলের কারণেই।

মোবাইল ফোনের সঠিক ব্যবহার না জানা থাকলে ঘোরোতোর বিপদে পড়তে পারেন আপনি। প্যান্টের পকেটে মোবাইল ফোন রাখলে নেতিবাচক প্রভাব পড়ে প্রজননের ক্ষেত্রে । সেই জন্যে একজন পুরুষের যৌন জীবনে অক্ষমতার কারণ হয়ে দাঁড়াতে পারে আধুনিক যুগের এই মুঠো ফোন। আর এই যৌন ইচ্ছা শেষ হওয়ার কারণে দাম্পত্য জীবন মারাত্মক অস্বস্তিতে পড়ে যায়।

গবেষণায় দেখা গিয়েছে, মোবাইল ফোন প্যান্টের পকেটে রাখলে শুক্রাণুর উপর নেচিবাচক প্রভাব ফেলে সেখান থেকে বেরানো রেডিও ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন (Radio Frequency Electromagnetic Radiation)।

পুরুষদের মধ্যে এই যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই প্রায় প্রত্যহ ভাবতে থাকেন নানা রকমভাবে যৌনতাকে উপভোগ করার কথা। আর এই কারণে সবচেয়ে দরকার যৌণ ক্ষমতা। তবে এটা জানেন কি আপনার এই স্বাধের মোবাইল ফোনের সামান্য এই ভুলের কারণেই চিরতরে হারাতে পারেন আপনার যৌনক্ষমতা।

যার প্রভাব যৌনজীবনে সরাসরি পড়ে। এমনকী পুরুষদের ভূমিকায় ভাটা পড়ে সন্তান উৎপাদনেও। এর থেকে অভাব দেখা দিতে পারে শুক্রাণুর। তাই অপ্রিয় হলেও সত্যি এই মোবাইল ফোন কমাতে পারে সেক্স পাওয়ার।

তবে শুধু প্যান্টের পকেটেই ফোন রাখলে নয়, সর্বত্রই পড়ছে শরীরে ফোনের রেডিয়েশনের প্রভাব।

শুধু যৌণ ক্ষমতাই নয় চিকিৎসকদের মতে, যদি জামার পকেটেও ফোন থাকলেও সেখান থেকে সমস্যা হয়। রেডিয়েশন থেকে মারাত্মক ক্ষতি হয় শরীরের বাকি অংশেরও বলে দাবি চিকিৎসকদের।

তাই চিরতরে কমে যাবে যৌন ক্ষমতা কমে যাওয়ার আগেই হোন সাবধান। বিশেষত পুরুষরা। বিশেষজ্ঞরা যৌনক্ষমতা ধরে রাখতে প্যান্টের পকেটে ফোন রাখতে বারণ করছেন। শুধু তাই নয়, স্বাস্থ্য এবং যৌন বিশেষজ্ঞরা বুক পকেটে মোবাইল ফোন রাখতেও বারণ করছেন।

Related posts

গর্ভাবস্থায় করোনা সংক্রমণ? আতঙ্কিত না হয়ে যা করতে হবে জানুন

News Desk

ধূমপানে মৃত্যুর আশঙ্কা বাড়ছে , চরম সতর্কতা হু র তরফে

News Desk

চুল দ্রুত পেকে যাচ্ছে? এই তেলের ব্যবহারে সাদা চুল ফের কালো হবে

News Desk