Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘নতুন বউ মদ ও গাঁজায় আসক্ত, কামড়ে দিচ্ছে..’, মাঝরাতে পুলিশে ফোন স্বামীর! তারপর..

বিয়ে করে নতুন সংসার পাতার স্বপ্ন দেখে প্রত্যেক নববিবাহিত পুরুষ ও মহিলাই। কিন্তু বিয়ে করে যে এমন বিরম্বনার শিকার হতে হবে তা বোধহয় স্বপ্নও ভাবেননি এই ব্যাক্তি। বিয়ের পর নিজের স্ত্রীর বাস্তবিকতা জেনে হতবাক তিনি। কিছুদিন যেতে না যেতেই বাধ্য হয়ে তাকে দৌড়াতে হলো থানায়। কিন্তু কি এমন হলো যে নিজের বউয়ের হাত থেকে বাঁচতে থানায় পৌঁছাতে হলো ওই ব্যক্তিকে।

আলিগড় থেকে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের আলিগড় জেলায় এক নবজাতক বধূ তার স্বামীকে দাঁতে কামড়ে জখম করেছে। আহত স্বামী থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যুবকের অভিযোগ, তার স্ত্রী মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় শোরগোল করে ও সাথে মারধর। এ ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে।

ঘটনাটি টাপ্পল থানা এলাকার কেলগাঁও খান্ডেয়ার। ভুক্তভোগী যুবক থানায় অভিযোগ করেছেন, তার স্ত্রী মদ্যপানের পাশাপাশি গাঁজা সেবন করেন। সে নেশা করে ঘরে কলহ সৃষ্টি করে। ওই যুবক অভিযোগে বলেন, রাত ১২টার দিকে তার স্ত্রী গভীর ঘুম থেকে তাকে জাগিয়ে তোলেন। এরপর ঝগড়া করে চুড়ি ভেঙে দেয়। এই বলে সে দেয়ালে মাথা ঠুকতে থাকে।

‘স্ত্রী ঝগড়া করে, মেরে ফেলার হুমকি দেয়’

অভিযোগ, ধস্তাধস্তির সময় স্ত্রী ওই যুবককে হাতে ও বুকে দাঁত দিয়ে কামড়ে আহত করে। এ নিয়ে প্রতিবাদ করলে যুবকের শ্বশুরবাড়ির লোকজনও তাকে হত্যার হুমকি দেয় এবং হৈচৈ শুরু করে। এতে বিরক্ত হয়ে তিনি ১১২ নম্বরে জানান। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সদ্য বিবাহিতা স্ত্রীর কাছ থেকে তাকে পরিত্রাণ দেওয়া উচিত বলে জানান ওই যুবক। তার অবস্থা বেশ খারাপ বলেই জানান যুবক।

সিও আর কে সিসোদিয়া জানিয়েছেন, এই ঘটনায় যুবকের অভিযোগের ভিত্তিতে তপল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী যুবক তার সদ্য বিবাহিতা স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।

Related posts

প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দিলীপ কুমার, কেমন আছেন তিনি

News Desk

‘যেমন বলছি তাই করো…’, অশ্লীল ভিডিও কল করে পুলিশকেই হুমকি দিল মহিলা, তারপর!

News Desk

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সাধারন এই চায়ের রেসিপি, জানাচ্ছেন চিকিৎসকরা

News Desk