Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাটি থেকে বেড়িয়ে আসছে ধোঁয়া! বিষাক্ত গ্যাস কি? এলাকায় চাঞ্চল্য

মাটির ধস থেকে বেরিয়ে আসছে ধোঁয়া। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোথা থেকে এলো এই ধোঁয়া। কি গ্যাস। উদ্বিগ্ন এলাকাবাসী।

এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল রানিগঞ্জ । সম্প্রতি ধস নামে অমৃতনগর এলাকায়। এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়। এর আগেও এই এলাকায় ধস নেমেছিল একাধিকবার এবং সেই সময় ধোঁয়া নির্গত হতে দেখা গিয়েছিল মাটি থেকে। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি ইসিএল বলে অভিযোগ স্থানীয়দের।

সেদিন সকালে ফের নতুন করে অমৃতনগর কোলিয়ারির ৪ নম্বর এলাকায় মাটি বসে যায় বিস্তীর্ণ এলাকাজুড়ে । নির্গত হতে শুরু করে ধোঁয়া, মাটির ভেতর থেকে। এলাকাবাসীর দাবি, বিষাক্ত গ্যাস মাটি থেকে নির্গত হচ্ছে। আর এই ঘটনায় অমৃতনগর খনি সংলগ্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত। ধস নেমেছে যে এলাকায় সেই এলাকা ইসিএলের পক্ষ থেকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল আগেই।

underground smoke causing panic in raniganj

কোনও সাধারণ মানুষ জায়গাটিতে যাতে প্রবেশ করতে না পারে সুরক্ষাকর্মী দিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়েছে সেজন্য। এই অমৃতনগর কোলিয়ারির এলাকা থেকে কিছুটা দূরে অনেক সময় মাঝে মধ্যেই ধস নামে। ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটি বাড়ি কয়েকদিন আগেই এবং বেশ কয়েকটি গাছ।

একটি মন্দির ধস কবলিত এলাকার খুব কাছেই রয়েছে এবং প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার বসবাস করে ইসিএলের পরিত্যক্ত আবাসনে। এই ধসের ঘটনায় নতুন করে আতঙ্কিত এলাকার মানুষ। তারা ইসিএল কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে অবিলম্বে । যদিও ইসিএলের দাবি, নতুন কোন ঘটনা নয় এই এলাকায় ধস । এলাকাটিকে বিপজ্জনক চিহ্নিত করা হয়েছে আগেই।

Related posts

গর্ভবতী করিয়ে টাকা ইনকাম! প্রেমিককে দিয়ে ১৬ বছরের মেয়েকে ধর্ষণ মায়ের

News Desk

পশ্চিমবঙ্গেও চালু হয়ে গেল এক দেশ এক রেশন কার্ড? জেনে নিন এর ফলে কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?

News Desk

গার্লফ্রেন্ডের বাথরুমে গেলেই বেরোত দুর্গন্ধ! রহস্য ফাঁস হতে চক্ষু চড়কগাছ প্রেমিকের!

News Desk