Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রাস্তায় তাঁকে দেখে ” সম্বোধন করায় এমন রেগে গেলেন কিশোরী… ৬ মাসের জন্য জেলে দুই যুবক

রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন মানুষের সাথে দেখা হয় আমাদের, তার মধ্যে কেউ থাকে পথচলতি সাধারণ মানুষ আর কিছু মানুষ থাকে যারা অন্যকে বিরক্ত করতে ব্যস্ত থাকে। এরকমই দুই যুবক রাস্তায় এক কিশোরীকে ‘হাই সেক্সি, হ্যালো সেক্সি’ সম্বোধন করেছে আর ৬ মাসের জন্য জেল হয়েছে তাদের। মহারাষ্ট্রের আদালত ওই দুই অভিযুক্তকে ৬ মাসের কারাবাস ও এক হাজার টাকা জরিমানার সাজা দেয় ভারতীয় দণ্ডবিধির ৩৪ নম্বর ধারা অনুযায়ী মহিলার প্রতি অপ্রীতিকর এবং সম্মানহানিকর মন্তব্যের জন্য। সাজা ঘোষণার আগে মহিলাদের ওপর হওয়া এমন অপরাধকে শক্ত হাতে দমন করা উচিত এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থাও নিতে হবে বলে আদালত জানায়।

মামলাকারীর কথা অনুযায়ী, ঘটনাটি ২০১৫ সালের মার্চ মাসে ঘটেছিল। বাজার করে বাড়ি ফিরছিলেন মুদির দোকান থেকে ক্লাস ইলেভেনের ছাত্রী। তখন রাত ৮ টা। অবিনাশ ভাবেকর (২৪) এবং রবি ভাবেকর নামে (২২) দুই যুবক পথচলতি ওই ছাত্রীকে দেখেই ‘হাই সেক্সি, হ্যালো সেক্সি’ বলে তাঁকে ডাকতে থাকে। অভিযোগকারী ছাত্রী প্রথমবার কর্ণপাত করেননি। এর পর ওই দুই যুবক ছাত্রীর নাম ধরেও কটূক্তি করে। পুলিসকে জানায় মহারাষ্ট্রের ওই অভিযোগকারী এই গোটা ঘটনাই। যদিও ওই দুই অভিযুক্ত নিজেদের নির্দোষ দাবি করেছে। কিন্তু সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে।

মামলাকারীর কথা অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের মার্চ মাসে। মুদির দোকান থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন ক্লাস ইলেভেনের ছাত্রী। রাত তখন ৮ টা। পথচলতি ওই ছাত্রীকে দেখেই অবিনাশ ভাবেকর (২৪) এবং রবি ভাবেকর নামে (২২) দুই যুবক ‘হাই সেক্সি, হ্যালো সেক্সি’ বলে তাঁকে ডাকতে থাকে। প্রথমবার কর্ণপাত করেননি অভিযোগকারী ছাত্রী। এর পর ছাত্রীর নাম ধরেও কটূক্তি করে ওই দুই যুবক। এই গোটা ঘটনাই পুলিসকে জানায় মহারাষ্ট্রের ওই অভিযোগকারী। ওই দুই অভিযুক্ত যদিও নিজেদের নির্দোষ দাবি করেছে। কিন্তু আদালত তাদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে।

বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইন বিশেষজ্ঞ মহল মহারাষ্ট্র আদালতের এই রায়কে। প্রগতিশীলদের অনেকেই মনে করছেন, নারীদের উপর হওয়া অপরাধের প্রবণতাকে কমিয়ে আনবে এমন আইনি পদক্ষেপ এবং একই সঙ্গে রাস্তাঘাটে নিরাপত্তাও সুনিশ্চিত হবে নারীর।

Related posts

যেখানেই কাজে যেত সেখানেই পরিচয়ে বিয়ে! ২৪ জন তরুণীকে বিয়ে করে অবশেষে…

News Desk

১০ বছর ধরে জাদুকর সেজে খেলা দেখিয়ে বেড়াতেন! আসল পরিচয় ফাঁস হতেই ছড়ালো চাঞ্চল্য

News Desk