Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ইনস্টাগ্রাম রিলস বানাতে গিয়ে পরিচয় ২ যুবকের সাথে! গৃহবধূর যে এমন সর্বনাশ ঘটবে বোঝেননি

বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ নানাভাবে নতুন নতুন কনটেন্ট ভিডিও বানিয়ে নিজের নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে। বিশেষত এখনকার সময়ে ইনস্টাগ্রাম রিলস সকলের মধ্যে ভীষণ জনপ্রিয়। কিছু কিছু মানুষের কাছে তো ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels) বানানো একটা নেশার মত। নিজের নিজের ফলোয়ার্স এর কাছে পৌঁছে যেতে নানা ধরনের ভিডিও বানায় অনেকেই। এইভাবেই ইনস্টাগ্রাম রীলস বানানোর সূত্রে গৃহবধূর সাথে পরিচয় হয়েছিল দুই যুবকের। এক সাথে রিলসও বানিয়েছেন তারা। কিন্তু রিল ভিডিও বানাতে গিয়ে যে চরম সর্বনাশ হবে ওই বধূর সেটা কল্পনাও করেননি ওই বধূ।

বৈদ্যবাটি চক এলাকার এই ঘটনাটি। এলাকার বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে অভিযুক্তদের বাড়ি হুগলীতেই । রিল ভিডিও তৈরি করতে শেখাতো ওই দুই বন্ধু । কিন্তু এর মধ্যে তৃতীয় বন্ধু স্ত্রী ও রিলস বানাতে চায়। আর সেই থেকেই এদের মধ্যে পরিচয় । আরে জিংস বানানোর নাম করে তৃতীয় বন্ধু স্ত্রীকে এই দুই অভিযুক্ত কলকাতায় নিয়ে আসে । কলকাতার এক ফ্ল্যাটে নিয়ে সারারাত ধরে তাকে ধর্ষণ করা হয় । এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে শ্রীরামপুর আদালত।

যুবকের দাবী , ওই অভিযুক্তরা কিছু কাজ থাকার বাহানায় তাঁর স্ত্রীকে । কলকাতায় আসার পর গড়ফার একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় । ওই ফ্ল্যাটে এই মহিলাকে শুক্রবার থেকে আটকে রেখে লাগাতার ধর্ষণ করা হয় । সূত্রের খবর এই মহিলা পরদিন সকাল দশটার সময় বাড়ি ফিরে আসে এবং তার স্বামীকে সমস্ত ঘটনা জানান নির্যাতিতা।

এরপর ওই নির্যাতিতা শেওড়াফুলি ফাঁড়ি থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে ফতার করে। বিশ্বজিৎ বৈদ্যবাটি চকে থাকে এবং চাঁপদানীর বাসিন্দা দীপক। ধর্ষনের ঘটনাটি যে ফ্ল্যাটে ঘটেছে বলে অভিযোগ, সেটি দীপকের এক পরিচিতের বলে জানা গিয়েছে। ধৃতদের রবিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পাঁচ দিনের জন্য হেফাজতে নেয় পুলিস। 

Related posts

বিয়ের আগে অবশ্যই সঙ্গীর এই বিষয় সম্পর্কে জানুন, নইলে ভবিষ্যতে হতে পারে আফসোস

News Desk

জিও ফোনের পর বাজারে আসতে চলেছে জিও ল্যাপটপ! কম দামে মিলবে দুর্দান্ত সব ফিচারস

News Desk

দ্বিতীয় বার বিয়ে করতে চায় স্বামী? রাগে বুকের উপর চেপে বসে গলা টিপে ধরলেন স্ত্রী! তারপর

News Desk