ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো পাকিস্তানের সিন্ধ প্রদেশে। আজ সকালে ওই দেশের ঘোটকিতে রেতি ও দাহরকি নামক স্টেশনের মাঝের অঞ্চলে স্যর সৈয়দ এক্সপ্রেসের সাথে মিল্লত এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জেরে প্রাণ হারালেন অন্তত ৩০ জন। খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় আহতের সংখ্যা ৫০ জনেরও বেশি। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালেবেলা সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার দারকিতে মুখোমুখি দুই ট্রেনের এই সংঘর্ষ ঘটে। করাচি থেকে সারগোধা উদ্দেশে রওনা দেওয়া মিল্লাত এক্সপ্রেস এবং রাওলপিণ্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পাকিস্তান রেল কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, করাচি থেকে সারগোধাগামী মিল্লাত এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। কয়েকটি বগি অন্য লাইনে চলে যায়। সেই সময় অপরদিক থেকে ছুটে আসছিল রাওয়ালপিণ্ডি থেকে করাচিগামী স্যার সইদ এক্সপ্রেস। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। রায়তি স্টেশনের কাছে হল এই দুর্ঘটনা। উদ্ধারকার্যে নেমেছে প্রশাসন।
এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লেখেন, “‘আজ সকালবেলা ঘোটকিতে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যুতে আমি শোকসন্তপ্ত। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে এবং নিহতদের পরিবারকে সাহায্য করতে ইতিমধ্যেই আমি রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। রেল নিরাপত্তা বিষয়ক গাফিলতি থাকলে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।”