Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ট্রেনে কাটা পড়া দেহ উদ্ধার করেছেন জীবনভর, আশ্চর্যভাবে নিজেও গেলেন ট্রেনের নিচেই

ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু বা ট্রেনে কেটে মৃত্যু অহরহ ঘটছে এ দেশে। একটু অসাবধানতা আর রেললাইন পারাপারের সময় অন্যমনস্কতার কারণে অনেকে মারা গিয়েছেন এ যাবৎ। যে মানুষটা রেলে কাটা পড়লে সেই দেহর ব্যবস্থা করতেন! মানুষকে সতর্ক করতেন রেললাইনে চলাফেরার ব্যাপারে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন রেলে কোন বিপদ ঘটলে। আজ সেই রেলের সাব ইন্সপেক্টর নিজেই ট্রেনের ধাক্কায় মারা গেলেন। এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথে।

ওই মৃত সাব ইন্সপেক্টর এর নাম ঈশ্বর সিংহ। পানিপত জিআরপিতে চাকরি করছিলেন ঈশ্বর সিংহ প্রায় দীর্ঘ ৩২ বছর ধরে। কখনও কেউ ট্রেনে কাটা পড়লে সেই দেহ উদ্ধার এবং তার সঠিক ব্যবস্থা নিতে তিনিই ছুটে যেতেন। মৃত দেহ উদ্ধার শুধু নয়, দেহ নিয়ে মর্গেও যেতেন তিনি । দীর্ঘ ৩২ বছর ধরে এই কাজই করে আসছিলেন ঈশ্বর বাবু। কিন্তু পরিবারের কোনো সদস্য এটা ভাবতে পারেনি যে মানুষটা ট্রেনে কাটা কোন ব্যক্তির দেহ উদ্ধার করা থেকে শুরু করে মর্গে পাঠাতেন এবং সঠিক ব্যবস্থা নিতে সেই একদিন নিজেই ট্রেনে কাটা পড়বেন।

ঈশ্বর সিংহের পরিবার থেকে পাওয়া খবর অনুযায়ী, রোজকার মতোই সেদিন শুক্রবার সকাল সাতটায় তিনি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরই তিনি খবর পান যে স্টেশন থেকে প্রায় মিটার ৫০০ দুরে এক যুবকের দেহ রেল লাইনের উপরে পড়ে রয়েছে। প্রত্যেকবারের মতো সেই খবরটি পাওয়ার সাথে সাথেই ঈশ্বর বাবু ছুটে গিয়েছিলেন সেখানে। মৃত ওই যুবকের দেহ উদ্ধার করেই মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দেন তিনি অ্যাম্বুলেন্স করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইন পার হচ্ছিলেন ঈশ্বর যুবকের দেহ অ্যাম্বুল্যান্সে তুলে দেওয়ার পর। তখনই এক প্রচন্ড গতিতে ছুটে আসা ট্রেনের সামনে পড়ে যান। ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে মৃত্যু হয় ঈশ্বর বাবুর।

Related posts

এই দেশে বিয়ের পিড়িতে বসার আগে করতে হয় কোর্স, বাধ্যতামূলক সরকারি শংসাপত্র

News Desk

মৃত ঘোষণা করে জীবিত মহিলাকেই ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হল মর্গে! তারপর..

News Desk

১০৪ জন যাত্রী সমেত সুড়ঙ্গে ঢুকেই গায়েব হয়ে যায় আস্ত একটি ট্রেন! ১১০ বছরেও খোঁজ মেলেনি

News Desk