Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

চলন্ত ট্রেন পিছনে রেখেই রিল ভিডিও শুট! আচমকাই ট্রেন এসে যাওয়ায় যা ঘটে গেল

সোশ্যাল মিডিয়ায় সেলফি এবং রিল বানানোর নেশায় কত প্রাণ যে শেষ হয়েছে তা হিসেব করে বলা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় চলন্ত ট্রেন পিছনে রেখেই রিল বানানোর শখ আর তা করতে গিয়েই ট্রেনের ধাক্কায় রীতিমতো গুরুতর আহত হল তেলঙ্গানার এক কিশোর।

রেললাইন ধরে একাদশ শ্রেণির ওই ছাত্র হাঁটছিল। তার ইচ্ছা ছিল, ‘অন্য রকম’ রিল বানাবে পিছনে চলন্ত ট্রেন রেখে। তবে রিল তো পরেই থাকলো উল্টে তার প্রাণ সংশয় হতেও পারতো। ওই কিশোর তার সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিয়ো বানানোর সময়ে ট্রেনের ধাক্কায় রেললাইনেই বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে।

অক্ষয়কে এক রেলকর্মী রেললাইনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সাথে সাথেই অ্যাম্বুল্যান্সের জন্য ফোন করেন আর কোনওরকম সময় নষ্ট না করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। এখন হাসপাতালেই অক্ষয় চিকিৎসাধীন। যদিও এখন তার অবস্থা সঙ্কটজনক।

ইদানীং ইনস্টাগ্রামে অল্পবয়সিদের মধ্যে রিল বানানোর শখ বাড়ছে। এমন কিছু করে দেখাতে চাইছে নেটমাধ্যমে সামান্য পরিচিতি লাভের আশায়, যা তাকে আর পাঁচ জনের থেকে আলাদা করবে। আর অল্পবয়সিরা সেই ফাঁদেই পা দিয়ে রীতিমত নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে। কেউ রিল বানাচ্ছে পাহাড়ের কোণে দাড়িয়ে, আবার চলন্ত ট্রেনের সামনে কেউ দাঁড়িয়ে পড়ছে। প্রাণও যাচ্ছে অনেকের শখ পূরণ করতে গিয়ে। যদিও এরপরও সতর্ক হচ্ছে না তরুণ প্রজন্ম।

Related posts

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত আড়াই লাখ ছুঁই ছুঁই! সংক্রমণের হারে শীর্ষে পশ্চিমবঙ্গ

News Desk

ছেলের সঙ্গে কথা বলায় ছাত্রীকে অপবাদের ভয় দেখিয়ে টাকা দাবী মহিলার, পরিণতি মর্মান্তিক

News Desk

নদীতে মাছ ধরতে জাল ফেলা হয়েছিল, তাতে যা উঠে এলো চক্ষু চড়কগাছ জেলের, চাঞ্চল্য আসামে

News Desk