Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে রাজ্য কমিটির কাছে সুপারিশ জেলা তৃণমূল নেতৃত্বের

সোমবারই দিব্যেন্দু অধিকারীর দাদা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা রূপে ঘোষণা করেছে বিজেপি। এরই পরে তমুলকের তৃনমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য কমিটিকে সুপারিশ করল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব।
শুভেন্দু কে বিরোধী নেতা হিসাবে ঘোষণার সাথে সাথেই জেলা তৃনমূল নেতৃত্বের এই সুপারিশ রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র জানিয়েছেন, ‘‘আমরা আমাদের সুপারিশ রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। এ বার তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, তাই চূড়ান্ত হবে।’’

অবশ্য অনেক আগে থেকেই পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের সাথে সমস্যা আর দূরত্ব তৈরী হয়েছে তৃণমূলের। ২০২০ সালের ডিসেম্বর মাসের ১৯ তারিখ মেদিনীপুরের সভায় শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল নেতৃত্বের সংঘাত শুরু হয়েছে। শুভেন্দুর ঠিক পরে পরেই দাদার পথ ধরেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছিলেন ভাই সৌমেন্দু অধিকারীও। ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহের জনসভায় উপস্থিত হয়ে তৃনমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু-সৌমেন্দুর বাবা এবং কাঁথি লোকসভা থেকে তৃণমূলের নির্বাচিত তৃণমূল সাংসদ শিশির অধিকারী।

পরিবারের বাকিদের মতন পথে হাঁটেনি দিব্যেন্দু অধিকারী। বরাবরই তিনি নিরবতা রেখেছেন। প্রকাশ্যে কখনো তৃণমূল নেতৃত্ব বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য রাখতে সোনা যায়নি তাকে। কিন্তু সেই দিব্যেন্দুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলেন জেলা তৃণমূলের নেতারা। পূর্ব মেদিনীপুরে এক তৃনমূল নেতার কথায়, ‘‘শুভেন্দু, সৌমেন্দু অথবা শিশির অধিকারীর মতো দিব্যেন্দু প্রকাশ্যে মুখ না খুললেও, ভোটের আগে তৃনমূলের হয়ে কোনো কাজ করেনি সে। এ ছাড়াও গোপনে তৃনমূলের বিরুদ্ধে পরিবারকে সঙ্গ দিয়েছে। আমাদের কাছে তার প্রমাণও আছে। সেইসব প্রমাণ দাখিল করেই আমরা তৃনমূল রাজ্য নেতৃত্বকে দিব্যেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।’’

এমন পরিস্থিতিতে দিব্যেন্দুর প্রতিক্রিয়া চাইলে তিনি বলছেন, ‘‘দল আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করলে, তবেই আমি সেই প্রসঙ্গে কথা বলব। তার আগে আমি কোনও মন্তব্য করব না।’’

Related posts

কলকাতার বিখ্যাত ফাটাকেষ্টর কালী পুজো! কে এই ফাটাকেষ্ট ? কেনই বা এই পুজোর এত রমরমা

News Desk

টিভিতে আবহাওয়ার খবর পড়ছিলেন অ্যাঙ্কর! হঠাৎই পেছনের পর্দায় দেখা গেল পর্ন ভিডিও, তারপর..

News Desk

চলে গেলেন সুর সম্রাজ্ঞী! ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা মঙ্গেশকর

News Desk