Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

এবারও কি মাটি হতে চলেছে বাঙালির দুর্গাপুজোর আনন্দ! কেন্দ্রের নির্দেশিকায় বাড়ছে আশঙ্কা

ব্লুমাবার্গের রিপোর্ট বলছে অগাস্টেই ভারতে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। অক্টোবরে এই করোনা তৃতীয় ঢেউয়ের ফলে করোনা সংক্রমণের গ্রাফ শীর্ষে পৌঁছবে। আর ঠিক এই সময় ঘিরেই চলে ভারতে উৎসবের মরসুম। এমন সময় স্বাস্থ বিধি না মেনে চললে, আবারও ভেঙ্গে পড়তে পারে ভারতের স্বাস্থ্য ব্যাবস্থা দ্বিতীয় ঢেউয়ের মতোই। এই নিয়ে আশঙ্কায় সকলেই। আর এই পরিস্থিতিতে যাতে একদম অসতর্কতা না দেখা যায় তাই রাজ্যগুলিকে চিঠি দিয়ে সাবধান করল কেন্দ্র। কেন্দ্রের নয়া নির্দেশিকা সমেত চিঠিতে আবারও সিঁদুরে মেঘ দেখা দিয়েছে আকাশে। ঠিক কি নির্দেশ রয়েছে কেন্দ্রের চিঠিতে?

কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যকে একটি করোনা সম্পর্কিত চিঠি দিয়েছে। এই চিঠিতে লেখা রয়েছে, ফের বাড়তে পারে কোভিড ১৯ (COVID-19) সংক্রমণ। তাই সামনে উৎসবের মরশুম থাকলেও কোনো জায়গায় ভিড় জমতে দেওয়া যাবে না। বরং উৎসবের মরশুমে স্থানীয় প্রসাশনকে কড়া নজরদারি জারি রাখতে হবে। ফলে বোঝাই যাচ্ছে, দুর্গোপুজোয় এই বছরেও রাস্তায় বা কোনো পুজো মণ্ডপে ভিড় করা যাবে না। এই মণ্ডপ ওই মণ্ডপও করা যাবে না। কোভিডবিধি মেনেই পালন করতে হবে দুর্গাপুজো-সহ চলতি বছরের আগামী সমস্ত উৎসব।

This year durgapujo may toned down due to covid as central send letter

করোনার কারণে মাটি হয়েছিল গত বছরের (২০২০ সালের) দুর্গাপুজো (Durga Puja 2020)। গত বছর প্রথম ঢেউয়ের দাপট অনেকটাই কমে গেলেও স্বাস্থ্য সতর্কতা বজায় রাখতে হাইকোর্টের নির্দেশে করোনা বিধিনিষেধ পালন করেই পুজোর আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। সংক্রমন ছড়াতে পারে তাই মন্ডপে ঢোকায় জারি ছিল নিষেধাজ্ঞা। ফলে কোভিড বিধি নিয়মের কড়াকড়ির জেরে বাঙালির শ্রেষ্ঠ উৎসবেও মন খুলে আনন্দ করতে পারেনি বঙ্গবাসী। প্রায় একই ভাবে কেটেছে ঈদ বা মহরমও। সকলে আশায় বুক বাঁধছিল যে হয়তো বছর আর সেই পরিস্থিতি থাকবে না। মাতা যাবে উৎসবে।

কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ‘সাধু সাবধান’!দেশে দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি কমেনি। এরই মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানিয়েছিল ৮টি রাজ্যে ‘‌আর ফ্যাক্টর’‌ (সংক্রমণ বিস্তারের সূচক) এখনও ১-‌এর উপরে। এর ফলে করোনা ভাইরাস এখনও কতটা মারাত্মক সংক্রামক তা বোঝাই যাচ্ছে। পশ্চিমবঙ্গে ‘‌আর ফ্যাক্টর’‌ বেড়েছে। আর রাজ্যে দুর্গাপুজো কোমর বাঁধাও শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকটি বড় ক্লাবে এবং পূজো সমিতির খুঁটিপুজোও হয়ে গিয়েছে। কিন্তু ভবিষ্যৎবাণী বলছে এবছরে অগাস্ট থেকে অক্টোবর করোনা তৃতীয় ঢেউ চলবে।

তাই কেন্দ্রের তরফে রাজ্যকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সামনেই আছে মহরম (১৯ আগস্ট), ওনাম (২১ আগস্ট), জন্মাষ্টমী (৩০ আগস্ট), গণেশ চতুর্থী (১০ সেপ্টেম্বর), দুর্গাপুজো (৫-১৫ অক্টোবর)। পাশাপাশি আসন্ন তৃতীয় ঢেউ। তাই সেই কথা মাথায় পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর (ICMR) এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সংস্থার জানিয়েছে, এ ধরনের উৎসবগুলিতে জমায়েত কোভিড ‘সুপার স্প্রেডার’ হতে পারে। উৎসব মিটলেই দ্রুত হারে বাড়বে করোনা সংক্রমণ। আরো ভয়ঙ্কর আকার নেবে করোনা সংক্রমন। তাই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের রাজেশ ভূষণ এর চিঠিতে নির্দেশ রয়েছে উৎসবের দিনগুলিতে যেন ভীড় না-হয়, বিশেষ করে জমায়েত যেন রাস্তায় না হয় তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনিক স্টোরে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্যগুলিকে।

Related posts

আন্তর্জাতিক বিমান পরিষেবা আবারও বন্ধ, কত দিনের মেয়াদ বাড়ালো কেন্দ্র।

News Desk

তৃতীয় ঢেউয়ের কি আসন্ন? বাড়ছে কোভিডের R-value, সতর্কতা জারি করছেন গবেষকরাও

News Desk

করোনার পর ফের নতুন আতঙ্ক ছড়িয়েছে এই চিনা শহরে? ধ্বংসের মুখে পুরো শহর

News Desk