Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতের এই স্টেশনে ট্রেনে উঠতে গেলে সাথে থাকতেই হবে পাসপোর্ট ভিসা! নাহলে যেতে হবে জেলে

কখনও দেখেছেন আপনি এ দেশের কোনও রেল স্টেশনে ঢুকতে আপনাকে আপনার ভিসা পাসপোর্ট দেখাতে হচ্ছে? নিশ্চই দেখেননি।কোনও রকম মঞ্জুরির প্রয়োজন পরেনা। কোনও ভিসা বা পাসপোর্টের প্রয়োজন পরেনা নিজের দেশের কোনও প্লাটফর্মে যেতে। কিন্তু বিদেশী নাগরিকদের জন্য তা প্রয়োজন অবশ্যই। অথচ এমন এক স্টেশন আছে যেখানে আপনাকে আপনার ভিসা পাসপোর্ট নিয়েই ঢুকতে হবে। এই স্টেশনে বিনা পাসপোর্ট-ভিসায় ঢুকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করবে পুলিশ। শুধু তাই নয়, আইন মোতাবেক ব্যবস্থাও তাঁর বিরুদ্ধে নেওয়া হবে।

হয়তো অবাক লাগবে কিন্তু একথা সত্যি। এমন একটি রেলওয়ে স্টেশন ভারতে রয়েছে, যেখানে যাওয়ার জন্য পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয়।

ভারতীয় নাগরিকদের কাছে শুধুমাত্র দেশের এই স্টেশনে প্রবেশ করতে গেলেই পাকিস্তানের ভিসা থাকা বাধ্যতামূলক। কেননা পাকিস্তানের ট্রেন এই স্টেশন থেকেই চলে। এই স্টেশনটি হল আটারি রেলওয়ে স্টেশন। দেশের সবচেয়ে ভিভিআইপি ট্রেন ‘সমঝোতা এক্সপ্রেস’-কে এই স্টেশন থেকে সবুজ সিগন্যাল দেওয়া হয়। এখানে এক বিশেষ নিয়ম মানা হয় ট্রেন চলাচলের ক্ষেত্রে। পাশাপাশি যাত্রীদের অনুমতিও নেওয়া হয় ট্রেন ছাড়ার জন্য। যদি এই স্টেশনে ট্রেন কোনও কারণে লেট করে ছাড়ে বা দেরি করে প্রবেশ করতে সে ক্ষেত্রে রেজিস্টারেই স্বাক্ষর করতে হয় ভারত-পাকিস্তান দুই দেশের।

এই রেল স্টেশনটি কড়া সুরক্ষা বলয়ে মোড়া সীমান্ত সংলগ্ন এলাকার। স্টেশনে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনীর হাতে স্টেশনের সুরক্ষার দায়িত্ব রয়েছে। যা থাকে না অন্য কোনও স্টেশনের ক্ষেত্রে। এছাড়াও এই স্টেশনের উপর সর্বদা নজর রেখে চলে ২৪টি গোপন সুরক্ষা এজেন্সি। যদি দেশের কোনও নাগরিক এই স্টেশনটিতে বিনা ভিসায় পৌঁছে যান, তাহলে ১৪ বিদেশি আইনের অধীনে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। শুধু তাই নয় জামিন পাওয়াও মুশকিল এই মামলায়।

পাশাপাশি সর্বদাই দেশপ্রেমের গান চালানো হয় এই স্টেশনের ওয়েটিং রুমের টেলিভিশনে। যেমন এই স্টেশনে পাসপোর্ট ও ভিসা ছাড়া প্রবেশ করা যায় না তেমনই যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে বেশী লাগেজ নিয়ে গেলেও। কারণ যাওয়া নিষিদ্ধ কুলিদেরও। যাত্রীদের নিজেদেরই বহন করতে হয় নিজেদের জিনিসপত্র। তবে বিশেষ ধরনের ট্রলি জিনিসপত্র নিয়ে যাবার জন্য রয়েছে। আরও একটি বিশেষত্ব এই স্টেশনের রয়েছে। সেটি হল এই স্টেশনে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়।

Related posts

পুরুষাঙ্গে প্রেমিকার নামের আদ্যক্ষর ট্যাটু, সারাজীবনের মত যা ঘটে গেল যুবকের সাথে..!

News Desk

রান্নায় নুন বা হলুদ বেশী পরে গিয়েছে! এই সব ঘরোয়া উপায়ে হয়ে যাবে চটজলদি সমাধান…

News Desk

বন্ধুত্বের খাতিরে পারি ১৩০০ কিমি। করোনা আক্রান্ত বন্ধুকে বাঁচাতে কি করলেন যুবক?

News Desk